AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘সবাইকে বুকে জড়িয়ে কৃতজ্ঞতা জানাতে ইচ্ছে করছে’


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১১:১০ এএম, ৫ জুলাই, ২০২৩
‘সবাইকে বুকে জড়িয়ে কৃতজ্ঞতা জানাতে ইচ্ছে করছে’

মাত্র কয়েক ঘন্টার জন্য বাংলাদেশ সফরে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে এয়ারপোর্ট তার সঙ্গে দেখা করতে দেয়া হয়নি বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়াকে। এতেই বিব্রত হয়েছেন বলে জানিয়েছেন জামাল। তবে জামালকে মূল্যায়ন না করায় ক্ষুব্ধ হয়েছে তাঁর সতীর্থরা। পাশে দাড়িয়েছেন অনেক ভক্তরাও।  

 

এ বিষয়ে ফেসবুকে বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘আপনাদের অশেষ স্নেহ ও সমর্থন পেয়ে আমি মুগ্ধ। গোটা দেশ জুড়ে যে ভালোবাসা পেয়েছি এবং এখনও পাচ্ছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার শুধু ইচ্ছে করছে সবাইকে বুকে জড়িয়ে কৃতজ্ঞতা জানাতে। ধন্যবাদ সবাইকে।’


সেদিন মার্টিনেজের সঙ্গে দেখা করতেই দীর্ঘক্ষণ অপেক্ষা করেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। নিজ বাসায় না গিয়ে টিম অ্যাটেনডেন্ট মো. মহসিনকে নিয়ে বিমানবন্দরের বহির্গমনের দিকে চলে যান তিনি।


সে সময় কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তকে বারবার অনুরোধ করে মহসিন। কিন্তু প্রথমে আশ্বাস দিলেও পরে গুরুত্ব দেননি  শতদ্রু দত্ত।

 

এ বিষয়ে টিম অ্যাটেনডেন্ট মহসিন বলেন, , ‘ঘটনাটি কিছুই হয়নি। আমরা শুধু মার্টিনেজকে দেখতে গিয়েছিলাম। কলকাতার এজেন্ট শতদ্রু দত্তকে আমি স্যার সম্বোধন করে তাঁকে কয়েকবার বলেছিলাম, দাদা আমাদের জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া একটু মার্টিনেজকে হ্যালো বলতে চান। প্রথমে তিনি আমাকে দাঁড় করিয়ে রেখেছিলেন। তিনি আমাকে বললেন– ওয়েট করো, দেখছি। পরে দেখলাম, তিনি আর কোনো খেয়াল করছেন না।’  
 

একুশে সংবাদ/স ক 

Link copied!