টিম ইন্ডিয়ার নির্বাচক প্রধান হিসেবে অজিত আগারকারের দায়িত্ব নেওয়া ভারতীয় ক্রিকেটে একাধিক দিক দিয়ে যুগান্তকারী হিসেবে বিবেচিত হচ্ছে। কেননা আগারকারের মতো হাই-প্রোফাইল প্রাক্তন তারকার হাতে দায়িত্ব তুলে দেওয়ার জন্য বিসিসিআই নিজেদের অবস্থান থেকে সরে এসেছে অনেকটা। একাধিক প্রচলিত নিয়ম ভেঙেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার নির্বাচকদের বেতন নিয়েও আরও একটা বড়সড় বদল আনতে চলেছে বিসিসিআই।
প্রথমত, বিসিসিআই বরাবর অঞ্চলভিত্তিক নির্বাচক নিয়োগ করতে অভ্যস্ত। উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চল, এই পাঁচটি জোন থেকে ১ জন করে নির্বাচক নিয়ে নির্বচকমণ্ডলী গড়ে থাকে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার সেই প্রথা ভেঙে আগারকারকে নির্বাচক প্রধান নিযুক্ত করে বোর্ড। কেননা ইতিমধ্যেই পঞ্চিমাঞ্চল থেকে সলিল আঙ্কোলা নির্বাচকমণ্ডলীতে রয়েছেন। তার পরেও পশ্চিমাঞ্চলের আগারকার প্রধান নির্বাচকের দায়িত্ব নিলেন।
এতদিন হাই-প্রোফাইল কোনও প্রাক্তন ক্রিকেটার নির্বাচক হওয়ার আগ্রহ প্রকাশ করতে না বিশেষ এক কারণে। আসলে টিম ইন্ডিয়ার অন্যান্য চাকরির তুলনায় নির্বাচকদের বেতন অনেকটাই কম। সিনিয়র দলের নির্বাচক প্রধানকে বছরে ১ কোটি টাকা দেয় বিসিসিআই। অন্যন্য চার নির্বাচক পেয়ে থাকেন বছরে ৯০ লক্ষ টাকা করে।
হাই-প্রোফাইল প্রাক্তন ক্রিকেটাররা ধারাভাষ্য থেকে শুরু করে আইপিএলের কোচিং স্টাফ হিসেবে কাজ করে এর থেকে অনেক বেশি টাকা উপার্জন করেন। নির্বাচক হিসেবে দায়িত্ব নিলে তাদের সেই সব কাজ ছাড়তে হবে। তাই নিজেদের ক্ষতি স্বীকার করতে রাজি হন না কেউই।
অজিত আগারকারও ধারাভাষ্যকার হিসেবে মোটা টাকা আয় করতেন। তাছাড়া তিনি দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচের দায়িত্বও পালন করতেন। সেই কারণেই, আগারকারকে নির্বাচক প্রধানের দায়িত্ব দেওয়ার জন্য বেতন কাঠামো বদলাতে চলেছে বিসিসিআই।
শোনা যাচ্ছে যে, আগারকারকে তুলনায় অনেক বেশি বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিসিসিআই। ক্রিকবাজের খবর অনুযায়ী অজিত আগারকার ১ কোটির বদলে বছরে ৩ কোটি টাকা পারিশ্রমিক পেতে পারেন। সুতরাং, নির্বাচক প্রধানের বেতন বাড়তে পারে একলাফে ২০০ শতাংশ।
আগারকার তথা জাতীয় নির্বাচকদের বেতনের বিষয়টি বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে নিশ্চিত হতে পারে। জল্পনা সত্যি হলে আগারকার আগের সব নির্বাচক প্রধানদের থেকে অনেক বেশি বেতন পাবেন বোর্ডের কাছ থেকে। সন্দেহ নেই যে, বেতন বাড়লে ভবিষ্যতে প্রথম সারির প্রাক্তন তারকারা জাতীয় নির্বাচক হওয়ার আগ্রহ প্রকাশ করবেন।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :