AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশীপে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের মান্নান


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৫৫ পিএম, ১০ জুলাই, ২০২৩
এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশীপে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের মান্নান

এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বাংলাদেশের মোহাম্মদ মান্নান। আজ সোমবার মালদ্বীপের সার্ফ হ্যাভেন হিসেবে পরিচিত কে. টুলুসদো দ্বীপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পুরুষদের ওপেন বিভাগের সপ্তম হিটে ২য় স্থান নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেন মান্নান। হিটে তিনি ৭.২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান লাভ করেন। 
 

এতে ৯.৬৭ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছেন স্বাগতিক মালদ্বীপের সার্ফার জাইলাম নিজার। ৫.৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন থাইল্যান্ডের নাত্রি।  

 

আজ দিনের শুরুতেই অনুষ্ঠিত ৭ম এই হটে প্রতিদ্বন্দ্বিতায় নামেন মান্নান। এই সময় তিনি চারটি রাইড নেন (চারটি ঢেউ)। প্রথম রাইডে ১.৫০ পয়েন্ট পেলেও পরের তিনটি রাইডে যথাক্রমে ৩.১৭, ৩.৩৩ ও ৩.৩৯ পয়েন্ট লাভ করেন। নিয়ম অনুযায়ী সেরা দুইটি রাইডের পয়েন্ট আমলে নেয়া হয়।

 

অপরদিকে মালদ্বীপের জাইলাম প্রথম রাইডে ৩.৫০ পয়েন্ট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেন। পরের তিনটি রাইডে তিনি সংগ্রহ করেন যথাক্রমে ৫.০০, ১.২৭ এবং ৪.৬৭ পয়েন্ট। এছাড়া থাইল্যান্ডের নাত্রি সংগ্রহ করেছেন যথাক্রমে ১.২৩, ২.২৩, ২.৫৩ ও ১.৮৭ পয়েন্ট।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টে  এশিয়ার ১৮টি দেশ অংশ নিচ্ছে। বাংলাদেশ ছাড়াও অন্য দেশগুলো হচ্ছে ভারত, শ্রীলংকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মঙ্গোলিয়া, চাইনিজ তাইপে, সৌদি আরব, ফিলিস্তিন, আফগানিস্তান, লেবানন, থাইলান্ড, ইরান, দক্ষিন কোরিয়া ও স্বাগতিক মালদ্বীপ।

 

একুশে সংবাদ/স ক  

Link copied!