ইউক্রেনের বিরুদ্ধে আগামী ৯ সেপ্টেম্বর পোল্যান্ডে ২০২৪ ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ বাছাইপর্বের এ্যাওয়ে ম্যাচ খেলবে ইংল্যান্ড।
ইউক্রেনিয়ান এসোসিয়শেন অব ফুটবল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে ম্যাচটি পোল্যান্ডের ঐতিহাসিক শহর রোক্লর ৪৫ হাজার ধারনক্ষমতা সম্পন্ন টারসিজিনিস্কি এ্যারেনাতে অনুষ্ঠিত হবে।
২০২২ সালের ফেব্রæয়ারিতে রাশিয়ান আগ্রাসনের কারনে ইউক্রেনের হোম ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজিত হচ্ছে। গত বছর নেশন্স লিগে ইউক্রেনের হোম ম্যাচগুলো পোল্যান্ডে অনুষ্ঠিত হয়।
অতি সম্প্রতি গত মাসে মাল্টার বিরুদ্ধে ইউক্রেনের বাছাইপর্বের একটি ম্যাচ স্লোভাকিয়ার ট্রানাভাতে অনুষ্ঠিত হয়েছে।
এ পর্যন্ত ইউরো বাছাইপর্বে ইংল্যান্ড দারুনভাবে এগিয়ে চলেছে। গ্রুপ-সি’র সবগুলো ম্যাচেই তারা জয়ী হয়েছে। গ্যারেথ সাউথগেটের দল প্রথম ম্যাচে ইতালিকে ২-১ গোলে রাজিত করে। এরপর মার্চে আরেক ম্যাচে ওয়েম্বলিতে ইউক্রেনকে ২-০ গোলে পরাজিত করেছ। থ্রি লায়ন্সরা গত মাসে মাল্টা ও নর্থ মেসিডোনিয়ার বিরুদ্ধে অপর দুই ম্যাচ মিলিয়ে ১১-০ গোলে জয়ী হয়েছে।
আগের আসরে ইতালির কাছে ফাইনালে হেরে হতাশ হতে হয় ইংল্যান্ডকে।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :