AB Bank
ঢাকা বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজনে শঙ্কা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৪৮ পিএম, ১৮ জুলাই, ২০২৩
২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজনে শঙ্কা

ব্যয় বেড়ে যাওয়ায় ২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজনে অস্বীকৃতি জানিয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশ। যে কারনে কমনওয়েলথ দেশগুলোর সবচেয়ে বড় ক্রীড়া আসর নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

 

ভিক্টোরিয়া প্রদেশের  প্রধান ড্যানিয়েল এ্যান্ড্রু জানিয়েছেন, গেমস আয়োজনে প্রাথমিক ভাবে তারা ২ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের বাজেট করেছিল। কিন্তু সেটা এখন বেড়ে দাঁড়িয়েছেন প্রায় ৭ বিলিয়ন ডলার যা তাদের পক্ষে জোগাড় করা অনেকটাই অসম্ভব বলে মনে করছেন এ্যান্ড্রু।

 

মেলবোর্নে আয়োজিত এক জনাকীর্ন সংবাদ সম্মেলনে এ সম্পর্কে এ্যান্ড্রু বলেন, ‘অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত আমাদের বাধ্য হয়েই নিতে হচ্ছে। সত্যি কথা বলতে কি ৭ বিলিয়ন ডলার ব্যয় করে একটি ক্রীড়া আসর আয়োজন করা আমাদের পক্ষে সম্ভব নয়। কমনওয়েলথ গেমস আয়োজন করতে গিয়ে আমি হাসপাতাল কিংবা স্কুল থেকে অনুদান নিতে পারিনা। গত আসরের তুলনায় এবারের বাজেট প্রায় তিনগুন বেশী।

 

এ কারনেই ২০২৬’এ ভিক্টোরিয়ায় এই গেমস আয়োজিত হচ্ছেনা। আমাদের সাথে চুক্তি বাতিলের জন্য ইতোমধ্যেই নিজেদের সিদ্ধান্ত কমনওয়েলথ গেমস কর্তৃপক্ষের কাছে আমরা জানিয়ে দিয়েছি।’

 

২০২৬ কমনওয়েলথ গেমসে ২০টি ক্রীড়ায় ২৬টি ডিসিপ্লিন আয়োজিত হবার কথা ছিল। এজন্য ভিক্টোরিয়ার পাঁচটি অঞ্চল জিলং, বালারত, বেনডিগো, গিপসল্যান্ড ও শেপারটনকে বেছে নেয়া হয়েছিল। প্রতিটি এলাকায় নিজস্ব এ্যাথলেট ভিলেজ নির্মানের পরিকল্পনা ছিল।

 

এ্যান্ড্রু জানিয়েছেন তার দল এলাকার সংখ্যা কমিয়ে অথবা গেমস সড়িয়ে মেলবোর্নে নেবার পরিকল্পনাও করেছিল। কিন্তু কোন কিছুই বাস্তবে কার্যকর হয়নি।

 

চুক্তি বাতিলের জন্য অস্ট্রেলিয়াকে কি পরিমান ক্ষতিপূরণ দিতে হবে সে বিষয়ে অবশ্য এ্যান্ড্রু কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। কিন্তু স্বীকার করেছেন কমনওয়েলথ গেমস ফেডারেশনের সাথে তাদের ফলপ্রসু ও বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

 

কিন্তু বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ফেডারেশন এই ধরনের সিদ্ধান্তে মোটেই খুশী নয়, তারা বিষয়টিকে ‘অত্যন্ত হতাশাজনক’ হিসেবে মন্তব্য করেছে। এক বিবৃবিতে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মাত্র আট ঘন্টার নোটিশে আমরা এই সিদ্ধান্ত জানতে পেরেছি যা খুবই হতাশার। উভয় পক্ষ মিলে একটি সমাধানের পথ খোঁজারও কোন পরিস্থিতি ছিলনা।’

 

মাত্র ১৪ মাস আগে ভিক্টোরিয়াকে গেমস আয়োজনের স্বত্ব দেয়া হয়েছিল। ফেডারেশনের দাবী ভিক্টোরিয়া তাদের নিজেদের ইচ্ছায় ডিসিপ্লিনের সংখ্যা বাড়িয়েছে। একইসাথে বিডে দেয়া ভেন্যুর পরিকল্পনা পরিবর্তন করে এলাকার সংখ্যাও বাড়িয়েছে। কমনওয়েলথ গেমস ফেডারেশন এবং কমনওয়েলথ গেমস অস্ট্রেলিয়া অতিরিক্ত ব্যয়ের বিরুদ্ধে ছিল। কিন্তু ভিক্টোরিয়ার কাছে যথেষ্ঠ ফান্ড রয়েছে, এই নিশ্চয়তা ফেডারেশনের কাছে দেয়া হয়েছে।

 

ভিক্টোরিয়ার এই সিদ্ধান্তে গেমস আয়োজন নিয়ে এখন শঙ্কা দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে গেমস আয়োজনে আগ্রহী দেশের সংখ্যাও অনেকাংশেই কমে গেছে। ফেডারেশন অবশ্য দাবী জানিয়েছে ক্রীড়াবিদ এবং কমনওয়েলথ স্পোর্ট মুভমেন্টের বৃহত্তর স্বার্থে তারা ২০২৬ গেমস যথাসময়ে আয়োজনের জন্য একটি সমাধান খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

 

কমনওয়েলথ গেমসে ৫৪টি সদস্য দেশের প্রায় ৪ হাজার ক্রীড়িবিদ অংশ নিয়ে থাকে। ২০২২ সালে সর্বশেষ গেমস ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছিল।

 

এদিকে স্থানীয় হেরাল্ড সান দৈনিকের বরাত দিয়ে জানা গেছে কমনওয়েলথ গেমস অস্ট্রেলিয়া সভাপতি বেন হাউস্টোন বলেছেন তাকে আজ সকালে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিষয়টি অত্যন্ত হতাশাজনক মন্তব্য করে হাউস্টোন বলেছেন, ‘আমরা এ ব্যপারে কমনওয়েলথ গেমস ফেডারেশনের সাথে কাজ করছি।’

 

একুশে সংবাদ/স ক  

Link copied!