জিম আফ্রো টি-১০ অংশ নিতে বুধবার দেশ ছেড়েছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। দেশটির ফ্র্যাঞ্চাইজি লিগ বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলবেন তিনি।
বৃহস্পতিবার জিম আফ্রোতে একমাত্র ম্যাচে হারারে হারিকেন্সের মুখোমুখি হবে তাসকিন আহমেদের বুলাওয়েও ব্রেভস। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটির শুরুর আগে আজ টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। আর ২৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে জিম্বাবুয়ের এই আসরের।
সেখানে সতীর্থ হিসাবে তাসকিন পেয়েছেন জিম্বাবুয়ের ক্রিকেটার সিকান্দার রাজাকে। বাংলাদেশি এই পেসারের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পেরে খুশি রাজা। তাই তাসকিনকে নিয়ে মধুর মন্তব্য করলেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেন, ‘যারা বলেছেন তাসকিন কোথায়? সে এখানে।আলহামদুলিল্লাহ।’ এরপর ইংরেজি হরফে বাংলায় প্রকাশ করেছেন ‘আমার বন্ধু তাসকিন’।
জিম-আফ্রোতে অংশ নেওয়া ৫টি ফ্র্যাঞ্চাইজি হলো হারারে হ্যারিকেন্স, কেপটাউন স্যাম্প আর্মি, বুলাওয়ে ব্রেভস ও জোবার্গ লায়নস। বাংলাদেশ থেকে দল পাওয়া মুশফিক মাঠ মাতাবেন জোবার্গ লায়নসের হয়ে।
পরে টানা তিন দিন ৯টি খেলা অনুষ্ঠিত হবে। প্রথমটি শুরু হবে বিকেল ৩টায়, দ্বিতীয়টি বিকেল ৫টায় ও শেষটি হবে সন্ধ্যা ৭টায়। ২৪ ও ২৭ জুলাই ছাড়া আরও ৩দিন মাঠে গড়াবে ৩টি করে ম্যাচে। ২৪-২৭ জুলাই হবে ২টি। ২৮ জুলাই থেকে শুরু হবে কোয়ালিফায়ার-এলিমেনেটেরের খেলা। ফাইনালের পর ঝাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠান রাখা হয়েছে।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :