AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামছে সৌম্যরা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:১০ পিএম, ২১ জুলাই, ২০২৩
ভারতের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামছে সৌম্যরা

শ্রীলংকায় চলছে ইমার্জিং এশিয়া কাপ। যেখানে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের ফাইনালে ওঠার লক্ষ্যে শুক্রবার (২১ জুলাই) ভারত ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা।


সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কোন দল হবে সেটি নির্ধারণ হয় ভারত-পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াইটি হয়েছে ভারতকেন্দ্রীক।


ভারত-পাকিস্তান লড়াইয়ে ম্যাচটি ভারত জিতে নেয় ৮ উইকেটের বিশাল ব্যবধানে। ৮০ বল হাতে রেখে পাওয়া ৮ উইকেটের জয়ের সুবাদে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা দল হয় ভারত।

 

অন্যদিকে, ৪ পয়েন্ট নিয়ে পাকিস্তান হয়েছে দ্বিতীয়। এদিকে ‘এ’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা উভয় দলের সমান ৪ পয়েন্ট হলেও রানরেটে পিছিয়ে বাংলাদেশ। যে কারণে গ্রুপ রানার্সআপ হওয়ায় ফলে ‘বি’ গ্রুপের সেরা দল ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলতে হবে সৌম্য সরকারদের।

 

শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়াম দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে মাঠে নামবে সাইফ হাসানরা। ম্যাচটি সরাসরি দেখা যাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।


এর আগে, প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে মাঠে নেমেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুই সেমিফাইনাল থেকে দুই দল ফাইনালে খেলবে। ফাইনাল ম্যাচটি ২৩ জুলাই প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে।

 

একুশে সংবাদ/স ক 

Link copied!