AB Bank
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ম্যানইউ’র নতুন অধিনায়ক ব্রুনো


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:১৮ পিএম, ২১ জুলাই, ২০২৩
ম্যানইউ’র নতুন অধিনায়ক ব্রুনো

ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েরকে দীর্ঘদিনের অধিনায়কত্ব থেকে সম্প্রতি সরিয়ে দেওয়া হয়। রেড ডেভিলদের নেতৃত্ব পাওয়ার দৌড়ে ছিলেন বেশ কয়েকজন। তাদের মাঝে আর্মব্যান্ড পরার জন্য নির্বাচিত হয়েছেন পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ।

 

আনুষ্ঠানিক এক বিবৃতিতে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। অবশ্য এর আগেও ম্যাগুয়েরের অনুপস্থিতিতে এই মিডফিল্ডারই দলের নেতৃত্ব দিয়েছেন।


গত সপ্তাহে ম্যাগুয়েরেকে রেড ডেভিলদের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। আগের মৌসুমে তিনি বেশিরভাগ ম্যাচে দলের বাইরে থাকায় আর্মব্যান্ড উঠেছিল ফার্নান্দেজের হাতে। এর মাঝেই ক্লাবটির ইংল্যান্ড ডিফেন্ডারকে কোচ এরিক টেন হাগ সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।


লিভারপুলের বিপক্ষে ৭-০ গোলে শোচনীয় পরাজয়ের ম্যাচে অধিনায়ক ছিলেন ফার্নান্দেজ। এরপর তিনি বেশ সমালোচিতও হয়েছিলেন। প্রিমিয়ার লিগ টেবিলের তৃতীয় নম্বরে থেকে মৌসুম শেষ করেছিল টেন হাগের শিষ্যরা। এছাড়া নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটির কাছে এফএ কাপের ফাইনালে হেরে শিরোপাবঞ্চিত হয় তারা।


তবে দলের হয়ে ব্যক্তিগতভাবে নিজের দক্ষতা দেখিয়েছেন ব্রুনো ফার্নান্দেজ। কিছুটা ইনজুরি নিয়েও এই পর্তুগিজ মিডফিল্ডার ক্লাবের জার্সি গায়ে চাপিয়েছিলেন। তাকে দায়িত্ব প্রদানের বিবৃতিতে ইউনাইটেড বলছে, ‘আগামী ২০২৩-২৪ মৌসুমের সফলতার লক্ষ্যে দুইবারের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জেতা ফার্নান্দেজ দলকে নেতৃত্ব দেবে।’


২০২০ সালে স্বদেশি ক্লাব স্পোর্টিং সিপি থেকে ইউনাইটেডশিবিরে যোগ দিয়েছিলেন ফার্নান্দেজ। পরবর্তীতে নিজের স্বভাবসুলত প্রতিভা দেখিয়ে তিনি ক্লাবটির গুরুত্বপূর্ণ খেলোয়াড় বনে যান। ইউনাইটেডের সঙ্গে তিন বছরের পথ চলায় ১২৪ ম্যাচে ৪৪ গোল করেছেন এই পর্তুগিজ মিডফিল্ডার।

 

একুশে সংবাদ/স ক  

Link copied!