AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চার উইকেট হারিয়ে চাপে ভারত


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:২০ পিএম, ২১ জুলাই, ২০২৩
চার উইকেট হারিয়ে চাপে ভারত

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারত ‘এ’ দলের মুখোমুখি বাংলাদেশ। যেখানে টাইগারদের বোলিংয়ে উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে ইয়াশ ধুলের দল।

 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২৬ ওভারে চার উইকেটে ৯৭ রান।


শুক্রবার শ্রীলংকার আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান।


ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামনে সাই সুদর্শন ও অভিষেক শর্মা। এ জুটির ব্যাটে ভালোই এগোচ্ছিল দলটি। তবে ৮তম ওভারের শেষ বলে সাকিবের পেসে পরাস্ত হয়ে আকবরের তালুবন্দী হন সুদর্শন। এ ম্যাচে আউট হওয়ার আগে তিন বাউন্ডারিতে ২১ রান করেন তিনি।


এরপর উইকেটে আসেন নিকিন জোশ। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিতে থাকেন অভিষেক। অবশ্য ম্যাচের ১৪তম ওভারের শুরুতেই রাকিবুলের ঘুর্ণিতে স্ট্যাম্পিংয়ের শিকার হন নিকিন। তবে টিভি আম্পায়ারের সিদ্ধান্তে বেঁচে যান এ ব্যাটার।


যদিও আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে জীবন পেয়ে ব্যক্তিগত ইনিংস লম্বা করতে পারেননি নিকিন। ১৯তম ওভারের প্রথম বলেই টাইগার দলপতি সাইফের ঘূর্ণিতে কাটা পড়েন তিনি। সাজঘরে ফেরার আগে তিনি খেলেন ১৭ রানের ইনিংস।


পরের ওভারেই নিজের উইকেট বিলিয়ে দেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা (৩৪)। তাকে ড্রেসিংরুমের পথ দেখান রাকিবুল। বর্তমানে ভারতের দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন ইয়াশ ধুল ও নিশাত সিন্ধু। ধুল ৯ ও ৫ রানে ব্যাটিং করছেন সিন্ধু।


একুশে সংবাদ/স ক  

Shwapno
Link copied!