আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। এর একদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবসর ভেঙেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেইসঙ্গে তামিমকে দেড় মাসের ছুটি দেন প্রধানমন্ত্রী। সেই ছুটির অংশ হিসেবে পরিবারের সঙ্গে দুবাই গেছেন তামিম। সেখান থেকে চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাবেন এই ওপেনার।
চিকিৎসা শেষে দেশে ফেরার পর এশিয়া কাপের দলে যোগ দেওয়ার কথা রয়েছে তামিমের। তবে ক্রিকেট বোর্ডের সঙ্গে তার মিটিংয়ের ওপর অনেক কিছু নির্ভর করছে বলে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারের জানিয়েছিলেন তামিম।
তবে বিশ্বকাপে তামিমই অধিনায়ক থাকছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। রোববার (২৩ জুলাই) বাংলাদেশ নারী দলের টিম হোটেলে ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে যান পাপন। সেখানে তামিম অধিনায়ক থাকছেন কিনা এমন প্রশ্নে বিসিবি প্রধান বলেন, ‘আমি একটা সিম্পল জিনিস বলে দিই। বিশ্বকাপে আমাদের অধিনায়ক তামিম। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তামিম যেহেতু দুইটা ম্যাচ খেলেনি, তখন লিটন অধিনায়ক ছিল। এখন যদি তামিম ফিরে আসে, তাহলে সেই অধিনায়ক হবে। ও না আসলে আরেকজন হবে। আমরা তো শিওর না, ও কোন ম্যাচটা খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে।’
তামিমকে সুস্থ করে তুলতে বোর্ডের পক্ষ থেকে সব চেষ্টা করা হবে উল্লেখ করে পাপন আরও বলেন, ‘এখন ও বলছে, একটা ডাক্তার দেখিয়েছে, সেই ডাক্তার বলেছে ইনজেকশন দিতে হবে অথবা সার্জারি করতে হবে। যেটা লাগবে, করব আমরা। মানে, আমরা এক পায়ে খাড়া। ওকে সুস্থ করার জন্য যা যা দরকার, আমরা করতে রাজি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’
একুশে সংবাদ/স/এসএপি
আপনার মতামত লিখুন :