লিস্টার সিটি থেকে ৩৮ মিলিয়ন পাউন্ডে ইংলিশ উইঙ্গার হার্ভে বার্নেসকে দলভূক্ত করেছেন নিউক্যাসল।প্রিমিয়ার লিগে খেলার লক্ষ্য নিয়ে পাঁচ বছরের চুক্তিতে ম্যাগপাইদের দলে নাম লিখিয়েছেন বার্নেস। গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হয়ে চ্যাম্পিয়নশীপে নেমে গেছে লিস্টার।
ধারনা করা হচ্ছে ২৫ বছর বয়সী এই উইঙ্গার এডি হোয়ের দলে এ্যালন সেইন্ট-ম্যাক্সিমিনের জায়গা পূরণ করতে এসেছেন। প্রিমিয়ার লিগ ছেড়ে সৌদি পেশাদার ক্লাব আল আহলিতে যোগ দিতে যাচ্ছেন সেইন্ট-ম্যাক্সিমিন। প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফরে নিউক্যাসলের সাথে যাননি সেইন্ট-ম্যাক্সিমিন।
বার্নেস বলেছেন, ‘এটা একটি দুর্দান্ত ক্লাব। আমার জন্য এখানে আসতে পারাটা সত্যিই অনেক বড় একটি সুযোগ। আমার মনে হয় একজন এ্যাটাকারের স্বপ্ন থাকে এই ধরনের একটি ক্লাবে খেলা । আমি নিশ্চিত এখানকার স্টাইলের সাথে আমি দ্রæত মানিয়ে নিতে পারবো।’
গত লিগে নিউক্যাসল প্রিমিয়ার লিগ টেবিলের চতুর্থ স্থানে থাকায় বার্নেসের সামনে সুযোগ এসেছে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার। আর এই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে চান বার্নেস। ১৯৯৯ সালের পর প্রথমবারের মত কোন ঘরোয়া আসরের ফাইনালও খেলেছে নিউক্যাসল। যদিও লিগ কাপের ফাইনালে তাদেরকে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ পরাজয় বরণ করতে হয়েছে।
নিউক্যাসল বস হোয়ে বলেছেন, ‘হার্ভে এমন একজন ভিন্ন মানের প্রতিভাবান খেলোয়াড় যাকে আমি দীর্ঘদিন ধরে অনুসরণ করছি। সে কারনেই তাকে নিউক্যাসলে স্বাগত জানাতে পেরে আমি দারুন খুশী। আমাদের খেলার কৌশলে সে ভিন্ন মাত্রা যোগ করবে। তার সাথে কাজ করতে আমরা মুখিয়ে আছি।’
যুব একাডেমি থেকে সিনিয়র দলে যোগ দিয়ে লিস্টারের হয়ে বার্নেস ১৮৭টি ম্যাচ খেলেছেন। গত মৌসুমে প্রিমিয়ার লিগে ১৩ গোল করা ছাড়াও একটি এ্যাসিস্টও করেছেন। ২০২১ সালে লিস্টারের এফএ কাপ জয়ে তার অবদান ছিল। তিন বছর আগে ওয়েলসের বিরুদ্ধে ইংল্যান্ডের জার্সি গায়ে একমাত্র আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
এসি মিলানের সান্দ্রো টোনালিকে ৫২ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ানোর পর এবারের গ্রীষ্মে দ্বিতীয় হাই-প্রোফাইল খেলোয়াড় হিসেবে নিউক্যাসলে যোগ দিলেন বার্নেস।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :