AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খেলা চলাকালে রেফারিকে চড়


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:০৯ পিএম, ২৫ জুলাই, ২০২৩
খেলা চলাকালে রেফারিকে চড়

চীনের লিগ ওয়ানের ম্যাচে রেফারিকে চড় মেরেছেন লিগের ক্লাবের কোচ। তবে এমন কাণ্ডের পর নিজের দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফের কাছেই সমালোচনার শিকার হন তিনি। চাপে পড়ে শেষ পর্যন্ত রেফারির কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

 

লিগ ওয়ানের ম্যাচে নানজিং সিটির বিপক্ষে মাঠে নেমেছিল পয়েন্ট টেবিলের তলানির দল লিয়াওনিং শেনইয়াং এফসি। ম্যাচের প্রথমার্ধের শেষে রেফারির গালে চড় দেন শেনইয়াং আরবানের কোচ।


প্রথমার্ধের একেবারে শেষ সময়ে লিয়াওনিংয়ের বিরুদ্ধে একটি পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। বিতর্কিত পেনাল্টি ইস্যুতে রেফারি চেন হাওয়ের সঙ্গে বিবাদে জড়ান লিয়াওনিংয়ের কোচ শিং দুয়ান। তার পরেই তাকে লাল কার্ড দেখান রেফারি। রেগে গিয়ে রেফারিকে এরপর চড়ই মেরে বসেন সেই কোচ।  যদিও নানজিং এর বিরুদ্ধে ম্যাচটি তারা হেরেছে ৪-০ গোলের বড় ব্যবধানে।


রেফারিকে চড় মারার পর সেখানেই অজ্ঞান হয়ে যান লিয়াওনিংয়ের কোচ। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, অতিরিক্ত রাগ এবং উচ্চ রক্তচাপের ফলে জ্ঞান হারিয়েছেন কোচ শিং দুয়ান।


পরে জ্ঞান ফিরে এলে তিনি রেফারির কাছে ক্ষমা চান। তবে ক্ষমা চাইলেও বড় রকমের শাস্তি আসতে পারে এই কোচের নামে। চীনা গণমাধ্যমের খবর, বড় অংকের জরিমানার পাশাপাশি হয়ত কোচিং পেশা থেকে আজীবনের জন্য বহিষ্কার হতে পারেন তিনি। 
 
একুশে সংবাদ/স ক  

Link copied!