AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ম্যাচ শেষে কোহলির প্রশংসা করে গেলেন রোহিত


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৪৩ পিএম, ২৫ জুলাই, ২০২৩
ম্যাচ শেষে কোহলির প্রশংসা করে গেলেন রোহিত

ক্যারিবিয়ান সফরে গিয়ে রোহিত শর্মা অ্যান্ড কোং টেস্ট সিরিজে বেশ ভালো পারফরম্যান্স করেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের হাত ধরে টিম ইন্ডিয়া আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) অভিযান শুরু করেছে। সোমবার সিরিজ নির্ধারক দ্বিতীয় টেস্টে উইন্ডিজের সঙ্গে হতাশাজনক ড্র করে সন্তুষ্ট থাকতে হয় ভারতকে। 

 

বৃষ্টির জন্য পুরো খেলাই হয়নি। যার ডেরে ড্র। আর এই ড্রয়ের কারণে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে ধাক্কা খেয়েছে ভারত। তারা শীর্ষস্থান হারিয়ে দুইয়ে নেমে এসেছে।


এই ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা যেমন টেস্ট ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি করেছেন, তেমনই টেস্টে ফর্ম্যাটে ভারতের অতি-আক্রমণাত্মক ব্যাটিং কৌশলেন নেতৃত্বও দিয়েছেন। এদিকে রান-মেশিন বিরাট কোহলি তাঁর ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে ২৯তম টেস্ট সেঞ্চুরি করে ফেলেছেন। কোহলির এই দুর্দান্ত স্কোরের হাত ধরে টিম ইন্ডিয়াক কুইন্স পার্ক ওভালে প্রথম ইনিংসে ৪৩৮ রানের বিশাল স্কোর করে। সম্প্রতি ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে শেষ হওয়া টেস্টে শ্যানন গ্যাব্রিয়েলের বলে কভার ড্রাইভ মেরে ৩৪ বছরের তারকা তাঁর ৭৬তম আন্তর্জাতিক সেঞ্চুরি পূরণ করেন।


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সিরিজ জয়ের পর অধিনায়ক রোহিত শর্মা বিশেষ ভাবে কোহলির প্রশংসা করেছেন। পাশাপাশি ইশান কিষাণের গুরুত্বপূর্ণ ক্যামিও ইনিংস নিয়ে খুশি রোহিত। প্রসঙ্গত, ভারতের দ্বিতীয় ইনিংসে ইশান টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি করেন।


ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানের সময়ে রোহিত বলেন, ‘বিরাট দুর্দান্ত খেলেছে। টেস্ট ক্রিকেটে এমন কিছু ইনিংস দরকার, যেমনটা বিরাট কোহলি খেলেছে। অসাধারণ একটা ইনিংস খেলেছে ও। ইনিংসটাকে ধরে রেখেছিল। ব্যাটিংয়ে মিশ্রণ দেখা গিয়েছে। আমাদের ব্যাটিং গভীরতা রয়েছে। যা আমাদের ভারসাম্য বাড়িয়েছে ব্যাটিং লাইন আপের।’

 

তিনি যোগ করেছেন, ‘আমাদের গভীরতা আছে, আমাদের বৈচিত্র্য আছে। আমরা সঠিক জায়গায় আছি। আমরা সব সময়ে একটি দল হিসেবে আরও ভালো খেলার বিষয়ে বিশ্বাস রাখি। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরও আমি বলেছিলাম যে, ধারাবাহিক ক্রিকেটই খেলছি আমরা। আপতত পরবর্তী খেলার দিকেই ফোকাস করতে চাই।’


২০১৮ সালের পর কোহলির প্রথম বিদেশের মাঠে টেস্টে সেঞ্চুরি করেন। টিম ইন্ডিয়ার হয়ে তার রেকর্ড-সেটিং ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে এই শতরান তিনি হাঁকিয়েছেন। প্রাক্তন ভারত অধিনায়ক কিংবদন্তি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যানের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। কোহলি এবং ব্র্যাডম্যান তাঁদের নিজেদের ক্যারিয়ারে ২৯টি করে টেস্ট সেঞ্চুরি করে ফেলেছেন। ব্যাটিং আইকন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকেও ছাড়িয়ে গিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটারদের অভিজাত তালিকায় সচিনকে টপকে গিয়েছেন তিনি। টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে এশিয়ান জায়ান্টদের হয়ে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন।

 

একুশে সংবাদ/স ক  

Link copied!