AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জোড়া উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখলেন তাসকিন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৩২ পিএম, ২৭ জুলাই, ২০২৩
জোড়া উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখলেন তাসকিন

বল হাতে জোড়া উইকেট নিয়ে জিম আফ্রো টি-টেন লিগে বুলাওয়ায়ো ব্রেভসের জয়ে অবদান রাখলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। গতরাতে বুলাওয়ায়ো ৩ রানে হারিয়েছে টেবিলের শীর্ষে থাকা কেপ টাউন স্যাম্প আর্মিকে। ম্যাচে ২৫ রানে ২ উইকেট নেন তাসকিন। ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ দলের টুর্নামেন্টে টেবিলের তলানিতে ব্রেভস।  

 

হারারে স্পোটর্স ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ব্রেভস। জিম্বাবুয়ের ইনোসেন্ট কাইয়ার হাফ-সেঞ্চুরিতে ১০ ওভারে ৩ উইকেটে ১২৫ রান তুলে ব্রেভস। ৪টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে ৫২ রান করেন কাইয়া।

 

জবাবে প্রথম ওভারেই বল হাতে আক্রমনে আসেন তাসকিন। ওভারের শেষ দুই বলে ১টি করে চার ও ছক্কা মারেন কেপ টাউনের আফগানিস্তানী ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।

 

তাসকিনের করা দ্বিতীয় ওভারের শুরুতেও চড়া ছিলেন গুরবাজ। প্রথম তিন বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন গুরবাজ। চতুর্থ বলে গুরবাজকে শিকার করেন তাসকিন। ৩টি চার ও ৫টি ছক্কায় ১৮ বলে ৪৫ রান করেন গুরবাজ।

 

ওভারের পঞ্চম ডেলিভারিতে দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটসকে খালি হাতে প্যাভিলিয়নে ফেরত পাঠান তাসকিন।

 

৪ দশমিক ৪ ওভারে উদ্বোধনী জুটিতে ৬৫ রান আসার পরও ম্যাচটি হারতে হয় কেপ টাউনকে। ১০ ওভার ৪ উইকেটে ১২২ রান করে তারা। ২ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন তাসকিন। ম্যাচ সেরা হন কাইয়া।

 

এখন পর্যন্ত এবারের আসরে ৬ ম্যাচে ৯০ রানে ৮ উইকেট নিয়েছেন তাসকিন। এরমধ্যে মাত্র এক ম্যাচে উইকেটশূন্য ছিলেন  বাংলাদেশী এ পেসার।


একুশে সংবাদ/স ক  

Link copied!