AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারত-পাকিস্তান লড়াইয়ের ১০ সেকেন্ডের মূল্য ৩৯ লাখ টাকা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:০৩ পিএম, ২৭ জুলাই, ২০২৩
ভারত-পাকিস্তান লড়াইয়ের ১০ সেকেন্ডের মূল্য ৩৯ লাখ টাকা

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষিত ওয়ানডে বিশ্বকাপে আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ। সূচিতে পরিবর্তন না এলে ওই দিনেই হবে দুই পরাশক্তির লড়াই। ইতোমধ্যে ম্যাচটিকে বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ঘোষণা করা হয়েছে।


ওই ম্যাচকে ঘিরে উত্তাপ ছড়াতে শুরু করেছে দুই দেশের সমর্থকরা। ম্যাচটিকে কেন্দ্র করে প্রায় সবকিছুরই দাম বেড়েছে আয়োজক শহর আহমেদাবাদে। বেড়েছে বিমানের টিকিটের দাম, হোটেলের দাম।  সমর্থকদের অনেকেই বাধ্য হয়ে হাসপাতাল বুকিং দিচ্ছেন।


হাইভোল্টেজ ম্যাচটির বিজ্ঞাপন নিয়েও দাম চড়িয়েছে সম্প্রচারকারী প্রতিষ্ঠান। শুধুমাত্র এই ম্যাচকে কেন্দ্র করে স্বাভাবিকের চেয়ে ১৫ গুণ বেশি মূল্য চাওয়া হয়েছে। ভারত-পাকিস্তানের ওই ম্যাচে মাত্র ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের মূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি। যা বাংলাদেশি টাকায় ৩৯ লাখ টাকার সমান। অথচ এই বিশ্বকাপের অন্যান্য ম্যাচে ৩০ সেকেন্ডের জন্য গুণতে হবে মাত্র ৭ লাখ রূপি।  

 

টিভি এবং ডিজিটাল প্লাটফর্মের জন্য বিজ্ঞাপন ও স্পন্সরের পৃথক মূল্য তালিকা প্রকাশ করেছে ডিজনি হটস্টার। টিভির জন্য দুই ক্যাটাগরিতে স্পন্সর প্রত্যাশা করছে সম্প্রচারকারী প্রতিষ্ঠান। টিভির জন্য বিশ্বকাপে কো-স্পন্সরকে গুনতে হবে ১১৮ কোটি রুপি। অ্যাসোসিয়েট স্পন্সরের জন্য অংকটা ৮৮ কোটি।

 

ডিজনি হটস্টারের ডিজিটাল প্ল্যাটফর্মে তিন ক্যাটাগরিতে স্পন্সর করা যাবে। যেখানে কো প্রেজেন্টিং ১৫০, পাওয়ার্ড বাই ৭৫ ও অ্যাসোসিয়েট স্পন্সর হতে ব্যয় করতে হবে ৪০ কোটি রুপি।


আয়োজক এবং সম্প্রচারকারী প্রতিষ্ঠানের প্রত্যাশা, এবারের ভারত-পাকিস্তান ম্যাচ দর্শকসংখ্যার রেকর্ড ভেঙে দেবে। আগের বিশ্বকাপেও এমন রেকর্ড দেখা গিয়েছিল এই ম্যাচ কেন্দ্র করে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুই দেশের খেলা হটস্টারে ১.৮ কোটি এবং এশিয়া কাপে ১.৪ কোটি দর্শকের রেকর্ড করেছে।

 

২০১৯ বিশ্বকাপের ম্যাচটি টেলিভিশনে ২৭৩ মিলিয়ন দর্শক এবং শুধুমাত্র ভারতেই বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ৫০ মিলিয়ন দর্শক দেখেছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি দেখা ক্রিকেট ম্যাচ হিসাবে নাম করেছে সেই ম্যাচটি। তাই এবারের ম্যাচটিও পূর্বের রেকর্ড ভেঙে দেবে এমনটাই প্রত্যাশা দেশটির সম্প্রচারকারী প্রতিষ্ঠান। 
 

 

একুশে সংবাদ/স ক  


 

Link copied!