AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুবরাজের সেই মার আজও ভোলেননি স্টুয়ার্ট ব্রড!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৪৫ পিএম, ৩০ জুলাই, ২০২৩
যুবরাজের সেই মার আজও ভোলেননি স্টুয়ার্ট ব্রড!

অ্যাশেজ সিরিজের মাঝপথে অবসরের ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন ইংল্যান্ড ক্রিকেট দলের অভিজ্ঞ ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড। তিনি জানিয়েছেন ওভালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে চলতি পঞ্চম টেস্টের পর ব্রডসাইড ক্রিকেট থেকে অবসর নেবেন।


স্টুয়ার্টের ক্যারিয়ারে অনেক উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েছে। তবে তার ক্রিকেট জীবনের সবচেয়ে বড় সমস্যা হয়েছিল ২০০৭ সাল। সেই সময়ে অর্থাৎ ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর বলে যখন যুবরাজ সিং তাঁর ৬ বলে ৬টি ছক্কা মেরেছিলেন তখন তিনি চাপে পড়েগিয়েছিলেন। তবে এখন অবসরের ঘোষণার পর ব্রড ছয় বলে ছয়টি ছক্কা হজম করা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন।


স্টুয়ার্ট ব্রড বলেন, ‘হ্যাঁ এটা স্পষ্টতই একটি খুব খারাপ দিন ছিল, আমার বয়স কত ছিল, ২১ কিমবা ২২? আমি অনেক কিছু শিখেছি, আমি সেই অভিজ্ঞতার মাধ্যমে একটি সম্পূর্ণ মানসিক রুটিন তৈরি করেছিলাম। জেনেছি যে একজন আন্তর্জাতিক পারফর্মার হিসাবে আমার কিছুই অবশিষ্ট ছিল না। আমি আমার প্রস্তুতির জন্য তাড়াহুড়া করতাম, আমার প্রি-বল রুটিন ছিল না, আমার ফোকাস ছিল না।’

 

স্টুয়ার্ট ব্রড তাঁর বিবৃতিতে আরও উল্লেখ করে বলেছেন যে তিনি এখনও ভাবেন যে কেন যুবরাজ সিং তাঁকে ছয়টি ছক্কা মারলেন, যদি এটা না হত তাহলে ভালোই হত। ব্রড মনে করেন যদি এমনটা তাঁর ক্যারিয়ারে কখনও না ঘটত, তাহলে সেটা ভালোই হত। স্টুয়ার্ট ব্রড বলেন, ‘আমি সেই অভিজ্ঞতার পরেই নিজের ‘যোদ্ধা মোড’ তৈরি করতে শুরু করেছিলাম।’ স্টুয়ার্ট ব্রড আরও বলেছিলেন, ‘যদি আমার কেরিয়ারে এই ঘটনা না ঘটত। যাক পরে সত্যিই এটা আমাকে অনেক কিছুতে সাহায্য করেছিল। আমার মনে হয় না যে এই ঘটনার পরে আমরা শুধু বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছিলাম। এটা আমার জীবনে বড় প্রভাব ফেলেছিল। আমি মনে করি সেই দুর্ঘটনা আমাকে আজ আরও ভালো প্রতিযোগী হতে অনুপ্রাণিত করেছে এবং সেই ঘটনা আমাকে আজও এগিয়ে যেতে সাহায্য করে।’

 

৩৭ বছর বয়সি স্টুয়ার্ট ব্রড আরও বলেছিলেন যে তাঁর ক্যারিয়ারে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছে। এর পাশাপাশি ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসেরও কথা বলেছেন তিনি। স্টুয়ার্ট বললেন, ‘আপনি বড় উত্থান-পতনের মধ্য দিয়ে যান এবং আপনি যখন স্টোকসির (বেন স্টোকস) মতো একজন খেলোয়াড়ের ক্যারিয়ারের দিকে তাকান, তিনিও তাই করেছেন। এটি আবার বাউন্স করার ক্ষমতা এবং খারাপ দিনগুলিকে আপনার পিছনে রাখতে সাহায্য করে। গত ১৫ বা ১৬ বছরে একটি জিনিস আমি নিশ্চিতভাবে জানি যে আপনার ক্রিকেটে ভালো দিনের চেয়ে খারাপ দিনগুলি বেশি হবে। তাই আপনার ভালো দিনগুলি বাড়তে আপনাকে সেই খারাপ দিন গুলোর সঙ্গে মোকাবেলা করতে হবে।’

একুশে সংবাদ/স ক   

Link copied!