ডাচ জায়ান্ট আয়াক্স থেকে প্রস্তাব পেয়েছেন জুভেন্টাসের অভিজ্ঞ ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চি। তুরিনের ক্লাবটিতে অনিশ্চিত ভবিষ্যত থেকে বেরিয়ে আসার লক্ষ্যে বনুচ্চি হয়তোবা আয়াক্সের প্রস্তাব লুফে নিতে পারেন বলে তার এজেন্ট মাইক ভারভিজ ইঙ্গিত দিয়েছেন।
এ সম্পর্কে মাইক বলেছেন, ৩৬ বছর বয়সী বনুচ্চি বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ ধাপে এসে হয়তোবা নিজের বাড়ির ক্লাব ছেড়ে অন্যত্র পাড়ি জমাতে পারেন। আলিয়াঁজ এ্যারেনাতে ক্রমাগতই নিজেকে হারিয়ে ফেলছেন বনুচ্চি।
জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি ইতোমধ্যেই অভিজ্ঞ এই ডিফেন্ডারকে জানিয়ে দিয়েছেন তার সার্ভিস এখন আর প্রয়োজন নেই। ওয়েস্টন ম্যাককিনি ও ডেনিস জাকারিয়ার সাথে আরো বেশ কিছু তারকার সাথে বনুচ্চিকে বিক্রি করে দিতে প্রস্তুত জুভেন্টাস।
২০২৪ ইউরো চ্যাম্পিয়নীশপকে সামনে রেখে আয়াক্সে যোগ দেয়া বনুচ্চির জন্য একটি ভাল পরিবর্তন হবে বলেই সংশ্লিষ্ঠরা মনে করছেন। যদিও জুভেন্টাসে থাকার ব্যপারে প্রথমদিকে তিনি চেষ্টা চালিয়েছিলেন। জুভেন্টাসের সাথে তার বর্তমান চুক্তির বিষয়টি নিয়েও তিনি কাজ করেছিলেন। কিন্তু সিরি-এ জায়ান্টরা আর তাকে দলে রাখতে চাচ্ছেনা, এটা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে। বিশেষ করে বনুচ্চির জন্য যে চড়া মূল্যের বেতন দিতে হয় তা আর চালিয়ে নেয়া সম্ভব নয় জুভেন্টাসের পক্ষে।
শেষ পর্যন্ত ইতালিতে তার থাকা নিয়ে যখন শঙ্কা দেখায় দেয়া তখন এই সেন্টার-ব্যাককে দলে পেতে ল্যাজিও ও রোমা কিছুটা এগিয়ে এসেছিল। তারপরও পুরো ক্যারিয়ার ইতালিতে কাটানো বনুচ্চি শেষ পর্যন্ত নেদারল্যান্ডেই তার শেষটা দেখছেন বলে জানা গেছে। এক বছরের চুক্তিতে তাকে দলে পেতে আয়াক্সও মরিয়া হয়ে উঠেছে।
জুভেন্টাস অবশ্য তাদের দীর্ঘদিনের এই সঙ্গীকে ধারে ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। তারপরও এবারের গ্রীষ্মে তার সাথে জুভেন্টাস চুক্তি বাতিল করতে যাচ্ছে, এমন গুঞ্জন রয়েছে ট্রান্সফার মার্কেটে।
অধিনায়ক ডুসান টাডিচ ক্লাব চেড়ে চলে যাওয়া আয়াক্স অভিজ্ঞ বনুচ্চিকে যেকোন মূল্যে দলে ভেড়াতে চাচ্ছে। পাঁচ বছরের সম্পর্ক চুকিয়ে টাডিচ সাবেক ইন্টার মিলানের স্ট্রাইকার এডিন জেকোর সাথে জুলাইয়ে টার্কিশ জায়ান্ট ফেনারবাচে যোগ দিয়েছেন। অধিনায়কের সাথে সাথে প্রথম দলের আরেক তারকা এডসন আলভারেজকেও বিদায় জানিয়ে দিয়েছে আয়াক্স। মেক্সিকান এই ডিফেন্সিভ মিডফিল্ডারের বরুসিয়া ডর্টমুন্ডে যাওয়া প্রায় নিশ্চিত। যদিও ২৫ বছর বয়সী আলভারেজকে নিতে প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসলও আগ্রহ দেখিয়েছে। চার বছরের চুক্তি শেষে আলভারেজ নিজেই আয়াক্স ছাড়ার ইচ্ছা পোষন করেছেন।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :