AB Bank
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দলের জয়ে এবার বিবর্ণ লিটন দাস


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:১৯ পিএম, ৩ আগস্ট, ২০২৩
দলের জয়ে এবার বিবর্ণ লিটন দাস

ব্যাট হাতে কানাডা গ্লোবাল টি-টোয়েন্টিতে ধারাবাহিক হতে পারছেন না লিটন দাস। মাত্র ৫৭ রান তাড়া করতে নেমে সারে জাগুয়ার্স ম্যাচ জিতেছে ৮ উইকেটে। লিটন করতে পেরেছেন ১৩ বলে ১০ রান। তবে উইকেটের পেছনে এ দিন লিটন ছিলেন দুর্দান্ত।

 

ব্রামটনে বোলারদের নৈপুণ্যে মিসিসসাগাকে ১৪.৩ ওভারে মাত্র ৫৬ রানে গুটিয়ে দেন সারে জাগুয়ার্স। ৪ ওভারে মাত্র ৬ রান খরচায় ৩ উইকেট নেন নেপালের লেগ স্পিনার সন্দ্বীপ লামিছানে। পেসার ম্যাথু ফোর্ড নেন ৮ রানে ২ উইকেট। মিসিসসাগার হয়ে কেবল ওপেনার শ্রেয়াস মভভা ও নিখিল দত্ত দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। শ্রেয়াসের ব্যাটে আসে ১৪ বলে ১৭ রান। ৯ নম্বরে নেমে নিখিল করেছেন ১০ রান।

 

৪ ব্যাটসম্যান আউট হয়েছেন কোনো রান না করে। ৫ রান করা শোয়েব মালিককে স্টাম্পিং করার পথে বেশ দক্ষতার পরিচয় দেন উইকেট কিপার লিটন। লক্ষ্য তাড়ায় নেমে ৬ রানেই ওপেনার জতীন্দর সিংকে (২) হারায় সারে জাগুয়ার্স। ম্যাচ শেষ করে আসার সহজ সুযোগ পেয়েও ব্যর্থ আগের ম্যাচে ফিফটি হাঁকানো লিটন। ১৩ বলে ২ চারে করলেন ১০ রান।

 

এরপর দলের জয় নিশ্চিতে অবশ্য সমস্যা হয়নি ওপেনার মোহাম্মদ হারিস ও ৪ নম্বরে নামা ইফতিখার আহমেদের।  ২৩ বলে ৬ চার ১ ছক্কায় ৩৭ রানে অপরাজিত হারিস, ৯ বলে ৮ রানে ইফতিখার। ইফতিখার বল হাতেও ১৩ রান দিয়ে নেন ২ উইকেট। তবে ম্যাচ সেরার পুরষ্কার উঠেছে লামিছানের হাতে। এখনো লিগ পর্বের এক ম্যাচ হাতে থাকলেও পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সারে জাগুয়ার্স সহ প্লে-অফ নিশ্চিত হয়েছে ৪ দলের।
 

একুশে সংবাদ/স ক  

Link copied!