AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

করোনায় ইতালিয়ান ফুটবল ক্লাবগুলোর ক্ষতি ৩.৬ বিলিয়ন ইউরো


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৩৬ পিএম, ৫ আগস্ট, ২০২৩
করোনায় ইতালিয়ান ফুটবল ক্লাবগুলোর ক্ষতি ৩.৬ বিলিয়ন ইউরো

২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত কোভিড এবং মহামারী সংক্রান্ত বিধিনিষেধের কারনে ইতালিয়ান পেশাদার ফুটবল ক্লাবগুলোর প্রায় ৩.৬ বিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে বলে বার্ষিক রিপোর্টে বলা হয়েছে।

 

ইতালিয়ান ফুটবল ফেডারেশন প্রকাশিত ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী শীর্ষ তিন বিভাগে প্রতি বছর ক্ষতি হয়েছে ১.২ বিলিয়ন ইউরো। মহামারীর আগে ২০১৮-১৯ মৌসুমে সব মিলিয়ে ক্ষতির পরিমান ছিল ৪১২ মিলিয়ন ইউরো।

 

শুধুমাত্র ২০২১-২২ মৌসুমে ক্লাবগুলোর ক্ষতি হয়েছে সর্বোচ্চ ১.৪ বিলিয়ন ইউরো। বার্ষিক রিপোর্ট প্রকাশের ১৫ বছরের মধ্যে যা সর্বোচ্চ। এই মৌসুমে ইতালিয়ান পেশাদার ফুটবলের ঋণের পরিমান দাঁড়িয়েছে ৫.৬ বিলিয়ন ইউরা, এক বছরে যা ৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

রিপোর্টে এই ক্ষতির পরিমান পুষিয়ে নেবার জন্য ইতালি ও তুরষ্কের ইউরো ২০৩২’র যৌথ বিডকে স্বাগত জানানো হয়েছে। টিকেট বিক্রির রাজস্ব থেকে এই দুই দেশের লাভের প্রত্যাশা করা হয়েছে। ইতালিয়ান পেশাদার ফুটবলের সব লিগে টিকেট থেকে ২০২১-২২ মৌসুমে রাজস্ব এসেছে ২৫৪ মিলিয়ন ইউরো। আগের বছর এর পরিমান ছিল ২২৬ মিলিয়ন ইউরো। কিন্তু ২০১৮-১৯ মৌসুমে ৩৪১ মিলিয়ন ইউরোর তুলানায়  এসবই অনেক কম।

 

বিপরীতে প্রিমিয়ার লিগে শুধুমাত্র ম্যানচেস্টার ইউনাইটেড একাই ২০২১-২২ মৌসুমে টিকেট থেকে ১২৬ মিলিয়ন ইউরো আয় করেছে।

 

একুশে সংবাদ/স ক

Link copied!