ঘরোয়া ক্রিকেটকে নতুনভাবে সাজাতে চেষ্টা করছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। এজন্য আগামী ২৭ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগের (এসএ টি-২০) প্লেয়ার্স ড্রাফটের আয়োজন করবে তারা। এতে একটি নতুন শর্ত জুড়ে দিয়েছে বোর্ড। মিনি-নিলাম থেকে অন্তত একজন রুকি ক্রিকেটার দলে নিতে হবে।
মূলত রুকি খেলোয়াড় হলো তারাই যাদের বয়স ২২ বছরের কম। তারা সউথ আফ্রিকান ক্রিকেটার, যিনি এর আগে এসএ টোয়েন্টি খেলেননি। তাদের দলে নিতে হবে। নিলামে মোট ২১টি স্লট রাখা হয়েছে। যার মধ্যে রুকি খেলোয়াড়দের জন্য সংরক্ষিত ছয়টি স্লট।
প্রতিটি দলকে ১৯ জন ক্রিকেটার নিয়ে স্কোয়াড তৈরি করতে হবে। যেখানে সর্বনিম্ন দশজন সাউথ আফ্রিকান ক্রিকেটার, সর্বোচ্চ সাতজন বিদেশি খেলোয়াড় এবং একজন রুকি খেলোয়াড় থাকতে হবে। স্কোয়াড সাজাতে দলগুলোর জন্য নির্ধারণ করা হয়েছে সাউথ আফ্রিকান মুদ্রায় ৪৪.১ মিলিয়ন রেন্ড, যা আগে ছিল ৩৯.১।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :