২০২৬ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য দায়িত্ব পেয়েও শেষ পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয় ভিক্টোরিয়া। অস্ট্রেলিয়ার এই প্রভিন্স কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেয়েও সরে আসে অত্যাধিক অর্থ খরচের আশঙ্কায়।
এবার ২০৩০ সালের ক্ষেত্রেও একই ঘটনা ঘটল। ২০৩০ সালের গেমসের সম্ভাব্য আয়োজক ছিল কানাডার আলবার্টা প্রদেশ। তবে অত্যাধিক খরচের আশঙ্কায় আয়োজক হওয়ার যে বিড তারা করেছিল তা থেকে সরে আসল তারা। কমনওয়েলথ গেমসে ফেডারেশনের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কমনওয়েলথ গেমস ফেডারেশনের প্রধান ক্যাটি স্যাডলিয়ের জানিয়েছেন, `এই ঘটনা (আলবার্টার আয়োজক হিসেবে নাম প্রত্যাহার) আমাদের সামনে একটা সুযোগ করে দিয়েছে এটা দেখার যে আয়োজক হতে নতুন কে ইচ্ছুক তা দেখার। পাশাপাশি আমাদেরকে এটাও ভাবতে হবে যে আমরা অন্যরকম কি করতে পারি যাতে এই ঘটনা (বারবার আয়োজক হতে চেয়ে ও সরে দাঁড়ানোর ঘটনা) আমরা রুখে দিতে পারি ভবিষ্যতে। এই পদ্ধতি চলছে। আগামীতেও চলবে। অন্য সদস্যদের সঙ্গে ও আমাদের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কম সময়ে কী কী গেমসের আয়োজক হলে পাওয়া যায় তা ও খতিয়ে দেখতে হবে। আমরা ২০৩০ সালের আয়োজক বেছে নেওয়ার নিলামের পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছি। ২০৩৪ সালেও গেমস আয়োজনের সুযোগ থাকছে আলবার্টার। পাশাপাশি আমরা এটা ও খুঁজে নেব যে আমাদের আর কোন কোন সদস্য ভবিষ্যতে গেমসের সম্ভাব্য আয়োজক হতে পারে।`
গত মাসেই ভিক্টোরিয়া ২০২৬ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করে। কারণ টুর্নামেন্ট আয়োজনে যে ব্যয় ধরা হয়েছিল বাস্তবে তার থেকে অনেক বেশি টাকা খরচ করতে হত। ২০২৬ সালের কমনওয়েলথ গেমস শুরু হওয়ার কথা ছিল ১৭ মার্চ। শেষ হত ৯ মার্চ।
গেলং,বেনডিগো,শেপ্পারটন, গিপসল্যান্ড,বাল্লারাতে হওয়ার কথা ছিল এই গেমসের খেলাগুলো। বর্তমান বিড অনুসারে ২০৩০ সালের গেমস আয়োজন করতে আলবার্টার খরচ পড়তে পারত দুই বিলিয়ন ডলার।যা খরচ করা কানাডার পক্ষে বা বলা ভালো আলবার্টার পক্ষে সম্ভব নয় বলেই জানানো হয়েছে।প্রসঙ্গত ১৯৩০ সালে ব্রিটিশ এম্পায়ার গেমস বা ব্রিটিশদের রাজার গেমস হিসেবে পরিচিতি ছিল এই কমনওয়েলথ গেমসের। ১৯৭৮ সাল থেকে এই গেমস পরিচিত হয় কমনওয়েলথ গেমস নামে।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :