AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করল আর্সেনাল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:০৭ পিএম, ১৩ আগস্ট, ২০২৩
জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করল আর্সেনাল

জয় দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মিশন শুরু করেছে শিরোপা প্রত্যাশি আর্সেনাল। গতকাল নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে গানাররা। একই দিন অনুষ্ঠিত লিগের আরেক ম্যাচে আলেক্সান্ডার  ইসাকের জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে ৫-১ গোলে উড়িয়ে  দিয়েছে নিউক্যাসল।


গত মৌসুমে  প্রায় শেষ ভাগ পর্যন্ত  প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও  শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির কাছে শিরোপা  হারাতে হয় আর্সেনালকে।  তবে দীর্ঘ ২০ বছরের খড়া  কাটিয়ে শিরোপা জয়ের লক্ষ্যে  এবারের দল বদলের বাজারে  ২০০ মিলিয়ন  পাউন্ড ব্যায় নতুন চুক্তিবদ্ধ হওয়া ডেক্লান রাইস, কাই হাভার্টজ ও জুরিয়েন টিম্বারের সকলেরই কাল এমিরেটসে  অভিষেক হয়।তাদের পারফর্র্মেন্সে আরো বড় জয় পাওয়ার সুযোগ ছিল আর্সেনালের।  

 


গাব্রিয়েল মার্টিনেলির বেশ কয়েকটি আক্রমনে ফরেস্টের রক্ষণ তছনছ হয়ে গেলেও আর্সেনালের হয়ে ২৬ মিনিটে প্রথম গোলটি করেছেন এডি এনকেটিয়া। এরপর ৩২ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে গোল করেন বুকায়ো সাকা। 


এদিকে এন্থনি এলাঙ্গা এবং তাইও আওনিইয়ে মাঠে আসার পর প্রতিপক্ষকে হুমকিতে রাখে ফরেস্ট। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক উইঙ্গার এলাঙ্গা নতুন ক্লাবে অভিষেকেই নিজের কারিসমা দেখিয়েছেন। শেষ বাঁশি বাজার মাত্র আট মিনিট আগে তিনি অসাধারণ দক্ষতায় বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে সতীর্থ আওনিইয়েকে বল দেন।  যার মাধ্যমে   একমাত্র গোলটি পরিশোধ করেন আইওনিইয়ের।


ম্যাচ শেষে আর্সেনালের কোচ মিকলে  আর্তেতা বলেন,‘  দারুনভাবে আমরা ম্যাচটি নিয়ন্ত্রন করেছি। যে কারণে আমাদের জয় নিয়ে কারো কোন সন্দেহ থাকার সুযোগ নেই। বরং ম্যাচটি এক তরফাভাবে  শেষ করতে  আমাদের আরো বেশী নির্দয় হওয়া উচিৎ ছিল।
তবে আর্সেনালের এই জয়ে মৌসুমের শুরুতে সামান্যতম ক্ষতিও হয়নি তাদের শিরোপা প্রতিদ্বন্দ্বি ম্যানসিটির। কারণ নিজেদের সুচনা ম্যাচে গত শুক্রবার বার্নলির বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।


এদিকে সৌদি বিনিয়োগে নতুন আবয়ব পাওয়া নিউক্যাসলও নিজেদের দুর্দান্ত প্রমান করতে শুরু করেছে লিগের প্রথম থেকেই। ২০ বছরের ইতিহাসে গত মৌসুমে প্রথমবার  চতুর্থ স্থানে থেকে  লিগ  শেষ করে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করা ক্লাবটি গতকাল ৫-১ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ভিলার বিপক্ষে।  


ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল করে ম্যাগপাইদের এগিয়ে দেন স্বপ্নীল অভিষেক ঘটারেনা  ইতালীয় আন্তর্জাতিক সান্দ্রো টোনালি। তবে নবাগত মুসা দিয়াবের আত্মঘাতি গোলে এর পরপরই সমতায় ফিরে আসে ভিলা। তবে ইসাকের গোলে ফের এগিয়ে যাওয়া এডি হাও’র দলটি এরপর নিজেদের নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করে। ম্যাচের বয়স ঘন্টা না পেরুতেই নিজের দ্বিতীয় গোলটিও করেন তিনি।


এরপর হার্ভে বার্নেস বদলী হিসেবে মাঠে আসার পর দলীয় শক্তি আরো বেড়ে যায়। এরই ফাঁকে ৭৭ মিনিটে লিস্টার সিটির সাবেক উইঙ্গার কালাম উইলসন গোল করে ৪-১ ব্যবধানে পৌঁছে দেয় নিউক্যাসলকে। ইনজুরি টাইমে বার্নেস গোল করলে ৫-১ ব্যবধানে জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যায় নিউক্যাসল।


শনিবার অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে ফুলহ্যাম ১-০ গোলে এভারটন এবং ক্রিস্ট্যাল প্যালেস একই ব্যাবধানে শেফিল্ড ইউনাইটেডকে হারিয়েছে। এছাড়া ১-১ গোলে ড্র হয়েছে বোর্নমাউথ-ওয়েস্ট হ্যামের মধ্যকার ম্যাচটি।
 

একুশে সংবাদ/স ক 

Link copied!