আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের আসর।তার আগে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঘাম ঝরাচ্ছেন টাইগার ক্রিকেটাররা।
শনিবার এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এর পরদিন থেকে রোদ-বৃষ্টির লুকোচুরির মাঝেই চলছে টাইগারদের অনুশীলন। মুশফিক-মিরাজদের হাড়ভাঙা পরিশ্রমের মাঝেই মিরপুরে ঘটেছে অনাকাঙ্খিত এক ঘটনা।
সোমবার বিকাল ৪ টার দিকে মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে দেখা যায় আগুন। জানা গেছে, শর্ট সার্কিটের কারণে এমনটা হয়েছে। এ সময় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে তাৎক্ষনিকভাবে ফ্লাডলাইট বন্ধ করে দেওয়া হয়।
এরপর ক্রিকেটাররাও মাঠ ছেড়ে নিরাপদ দূরত্বে অবস্থান করেন। যদিও সমস্যা সমাধান করতে খুব বেশি সময় লাগেনি। ঘণ্টা খানেকেরও কম সময়ের মধ্যেই ফ্লাড লাইট সচল হয়ে যায়। ফলে আবারো ক্রিকেটাররা অনুশীলন শুরু করেছেন।
একুশে সংবাদ/স ক
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :