AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উদ্বোধনী জুটিতে যাকে চান সুজন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০১:২৩ পিএম, ১৫ আগস্ট, ২০২৩
উদ্বোধনী জুটিতে যাকে চান সুজন

আর মাত্র ১৪ দিন পরেই এশিয়া কাপের পর্দা উঠবে। আসন্ন এ টুর্নামেন্টকে ঘিরে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে টাইগার স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম।

 

পিঠের চোটের কারণে এশিয়া কাপের আগ মুহূর্তে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তামিম ইকবাল। ফলে টাইগার ওপেনারের একটি চেয়ার ফাঁকা হয়ে গেছে। তার পরিবর্তে এশিয়া কাপের স্কোয়াডে দু’জনকে রেখেছে বিসিবি নির্বাচকরা। একজন মোহাম্মদ নাঈম, অন্যজন অভিষেকের অপেক্ষায় থাকা জুনিয়র তামিম।


যেহেতু লিটনের ওপেন করার সম্ভবনা শতভাগ। তাই তার সঙ্গী হবেন কে, সেটি নিয়ে চলছে আলোচনা। সিনিয়র তামিমের অনুপস্থিতিতে তার জায়গায় জুনিয়র তামিমকে দেখছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।


মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে টাইগারদের সাবেক অধিনায়ক ও ঘরোয়া লিগের কোচ সুজন বলেন, ‘আমি মনে করি তামিম হয়তো প্রথম পছন্দ হতে পারে লিটন দাসের সঙ্গে। আমি জানি না, হয়তো নাঈমও থাকতে পারে।’

 

তিনি বলেন, ‘আমি সিনিয়র তামিমের ছোট বেলা যদি মনে করি, ও যেরকম ব্যাটিং করতো জুনিয়র তামিম এরকমই ব্যাটিং করে। তানজিদ তামিমের এটাই স্টাইল। ও যদি এটা ধরে রাখে, আমি চাই ও রাখুক।’


এবারের এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের রয়েছে বড় স্বপ্ন। এশিয়া কাপে এর আগে ফাইনাল খেললেও পাওয়া যায়নি শিরোপার স্বাদ। এবার ওই সম্ভাবনা বেশ ভালোভাবেই দেখছেন খালেদ মাহমুদ সুজন। তাকে আশা দেখাচ্ছে পরিণত বাংলাদেশ দল।  


তিনি বলেন, ‘আমি মনে করি আমরা ক্যাপেবল। এশিয়া কাপে আমাদের ভালো করা উচিত। ভালো না করলেই বরং আমি আশ্চর্য হবো। আমরা ক্যাপেবল। যদিও সত্যি কথা ভারত, পাকিস্তান, শ্রীলংকা কেউই ছেড়ে দেওয়ার মতো দল না। সবাই শক্তিশালী দল। কিন্তু আমাদের যদি চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে শক্তিশালী দলকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে হবে।’


 

একুশে সংবাদ/স ক   

Link copied!