গতকাল রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাইয়ে বাদ পড়েছে বসুন্ধরা কিংস। আজ (বুধবার) বিকেলে সিলেটে এএফসি কাপের প্লে-অফে ঢাকা আবাহনী ২-১ গোলে মালদ্বীপের ক্লাব ঈগলসকে হারিয়েছে। এএফসি কাপের মূল পর্ব খেলতে হলে আবাহনীকে ২২ আগস্ট আরেকটি প্লে-অফ বাধা উৎরাতে হবে।
এএফসি কাপের প্লে অফ রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে আবাহনী। জয়ী দলের পক্ষে কর্নেলিয়াস স্টুয়ার্ট ও দানিলো অগাস্তো গোল দুটি করেন। মালদ্বীপের ক্লাবটির পক্ষে একমাত্র গোলটি করেন রিজোয়ান।
সিলেট জেলা স্টেডিয়ামের কর্দমাক্ত মাঠে শুরু থেকেই আক্রমণে যায় আবাহনী। নতুন দুই ব্রাজিলিয়ান ছাড়াই ৬ বিদেশি নিয়ে খেলেছে মারিও লেমসের দল। ম্যাচের ২০ মিনিটে গোলের দেখা পায় আবাহনী। ডেভিড ওজুকুর মাপা ক্রসে গ্রানাডিয়ান স্ট্রাইকার লাফিয়ে উঠে হেডে জাল কাঁপান।
৪৫ মিনিটে ওজুকু ডেভিডের শট ক্রসবারের ওপর দিয়ে গেলে ব্যবধান বাড়ানো যায়নি। প্রথমার্ধে লিড নিয়েই বিরতিতে যায় আবাহনী। বিরতির পর আক্রমণ-প্রতি আক্রমণে খেলা জমে ওঠে। ৫৬ মিনিটে ঈগলস ম্যাচে সমতা ফেরানোর দারুণ সুযোগ পায়।
এ সময় দলের অধিনায়ক আহমেদ রিজোয়ানের শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। ম্যাচের ৬৪ মিনিটে ঈগলসকে ম্যাচে ফেরান রিজোয়ান। মিলোভান পেট্রোভিচের ফ্রি কিকে দৌঁড়ে এসে ফাঁকায় চলতি বলে পা চালিয়ে দেন রিজোয়ান নিজেই।
ম্যাচের শেষদিকে জয়সূচক গোলের দেখা পায় আবাহনী। মুজাফরভের কর্নারে ব্রাজিলিয়ান দানিলোর হেডে স্বাগতিক দলের সমর্থকদের মুখে ফোটে চওড়া হাসি। ২২ আগস্ট ভারতের মোহনবাগান ও নেপালের মাচিন্দ্রা এফসির মধ্যে বিজয়ী দলের বিপক্ষে খেলবে আবাহনী।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :