AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেইফার্ট-সাউদি নৈপুন্যে জয় দিয়ে শুরু নিউজিল্যান্ডের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:১০ পিএম, ১৮ আগস্ট, ২০২৩
সেইফার্ট-সাউদি নৈপুন্যে জয় দিয়ে শুরু নিউজিল্যান্ডের

ব্যাটার টিম সেইফার্টের হাফ-সেঞ্চুরি ও পেসার টিম সাউদির দারুন বোলিংয়ের সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে  নিউজিল্যান্ড।

 

গতরাতে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ১৯ রানে হারিয়েছে আরব আমিরাতকে। সেইফার্ট ব্যাট হাতে ৩৪ বলে ৫৫ করেনে।  বল হাতে  সাউদি নেন ৫ উইকেট। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় আরব আমিরাত। ইনিংসের প্রথম বলেই নিউজিল্যান্ড ওপেনার চ্যাড বোয়েসকে খালি হাতে বিদায় করেন পেসার জুনায়েদ সিদ্দিক।

 

সতীর্থকে হারালেও মারমুখী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে দলকে ৫১ রান এনে দেন আরেক ওপেনার সেইফার্ট। এসময় ২৮ বলে ৪৭ রান তুলেন সেইফার্ট।

 

৩০ বলে টি-টোয়েন্টিতে অষ্টম হাফ-সেঞ্চুরি তুলে অষ্টম ওভারে অফ-স্পিনার বাসিল হামিদের শিকার হওয়া  সেইফার্ট ৩৪ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৫৫ রান করেন।

 

মিডল অর্ডারে মার্ক চাপম্যান ১৫ ও মিচেল স্যান্টনার ২ রানে থামলে, ৮৫ রানে পঞ্চম উইকেট হারায় নিউজিল্যান্ড। শেষ দিকে জেমস নিশামের ২২ বলে ২৫, কোল ম্যাককোঞ্জির ২৪ বলে ৩১ ও রাচিন রবীন্দ্রর ১১ বলে ২১ রানে  নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রান করে সফরকারী নিউজিল্যান্ড। আরব আমিরাতের জুনায়েদ-বাসিল ২টি করে উইকেট নেন।

 

১৫৬ রানের টার্গেটে প্রথম বলে অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমকে লেগ বিফোর আউট করেন নিউজিল্যান্ড অধিনায়ক  সাউদি। তিন নম্বরে নামা বৃত্তিয়া অরবিন্দকে ১৩ রানে শিকার করেন সাউদি।

 

তৃতীয় উইকেটে আসিফ খানকে নিয়ে ২৬ বলে ৪৭ রানের জুটি গড়ে আরব আমিরাতকে লড়াইয়ে রাখেন অভিষেক ম্যাচ খেলতে নামা ওপেনার আরিয়ানাশ শর্মা। পাওয়ার প্লেতে ৫৯ রান সংগ্রহ করে  স্বাগতিকরা।

 

সপ্তম ওভারে আসিফকে ১৩ রানে শিকার করে জুটি ভাঙ্গেন স্যান্টনার। এরপর আনশ ট্যান্ডনকে ১২ ও বাসিলকে ৫ রানে বিদায় দিয়ে আরব আমিরাতকে চাপে রাখে নিউজিল্যান্ড। অন্যপ্রান্তে টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে আরব আমিরাতকে লড়াইয়ে রাখেন আরিয়ানাশ। ১৫তম ওভারে দলীয় ১১৫ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে শর্মা শিকার হন  নিশামের। ৯টি চার ও ১টি ছক্কায় ৪৩ বলে ৬০ রান করেন শর্মা।

 

শর্মার আউটের পর আরব আমিরাতকে টেল এন্ডার ধ্বসিয়ে দেন সাউদি। ২ বল বাকী থাকতে ১৩৬ রানে শেষ হয় আরব আমিরাতের ইনিংস। ৪ ওভারে ২৫ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাউদি।

 

টি-টোয়েন্টিতে এই নিয়ে দ্বিতীয়বার ইনিংসে ৫ উইকেট নিলেন সাউদি। এই ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারে বাংলাদেশের সাকিব আল হাসানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সাউদি। ১১৭ ম্যাচে সাকিব সর্বোচ্চ ১৪০ এবং ১০৮ ম্যাচে ১৩৯ উইকেট আছে সাউদির।

 

আগামীকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

 

একুশে সংবাদ/স ক  

Link copied!