AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জিতলো নিউজিল্যান্ড


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৫৭ পিএম, ২১ আগস্ট, ২০২৩
আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

দুই ব্যাটার উইল ইয়ং ও মার্ক চাপম্যানের জোড়া হাফ-সেঞ্চুরিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ড ৩২ রানে হারিয়েছে আরব আমিরাতকে। এই জয়ে   ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে  নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচ ১৯ রানে জিতেছিলো নিউজিল্যান্ড। পরেরটি ৭ উইকেটে জিতে ইতিহাস গড়ে সিরিজে সমতা এনেছিলো আরব আমিরাত।

 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করার সুযোগ পায় নিউজিল্যান্ড। ওপেনারদের ব্যর্থতায় ৩৫ রানেই ২ উইকেট হারায় সফরকারীরা। চ্যাড বোয়েস ৯ ও টিম সেইফার্ট ১৩ রানে ফিরেন। এরপর তৃতীয় উইকেটে জুটি বেঁধে শুরুর ধাক্কা সামাল দেন ইয়ং ও চাপম্যান। এতে ১০ ওভারে ২ উইকেটে ৬৮ রান পায় নিউজিল্যান্ড।

 

৪০ বলে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ পাওয়া ইয়ং নিজের ইনিংসটি বড় করতে পারেননি। ৭টি চার ও ১টি ছক্কায় ৪৬ বলে ৫৬ রান করে আউট হন  তিনি।

 

ইয়ং ফেরার পর নিউজিল্যান্ডের রানের চাকা ঘুড়িয়েছেন চাপম্যান। ৩০ বলে টি-টোয়েন্টিতে সপ্তম অর্ধশতক পূর্ণ করেই থামেন চাপম্যান। ৩২ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫১ রান করেন তিনি। ইয়ং-চাপম্যান দু’জনই শিকার হন   আমিরাত  পেসার জুনায়েদ সিদ্দিকির।

 

শেষদিকে ডিন ফক্সক্রফটের ১০ ও মিচেল স্যান্টনারের ১১ বলে অপরাজিত ২০ রানে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৬ রানের লড়াকু সংগ্রহ পায়  নিউজিল্যান্ড।  আমিরাতের জুনায়েদ ৩ উইকেট নেন।

 

জবাবে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতেই খাদের কিনারায় পড়ে যায় আরব আমিরাত। এ অবস্থায় দলের হাল ধরেন বাসিল হামিদ ও আয়ান আফজাল খান। নিউজিল্যান্ডের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে হাফ-সেঞ্চুরির জুটি গড়েন তারা।

 

কিন্তু ষষ্ঠ উইকেটে ৫৭ বলে ৬৮ রান তুলেও আরব আমিরাতকে লড়াইয়ে রাখতে পারেননি বাসিল ও আফজাল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান করে ম্যাচ হারে আরব আমিরাত।

 

৪টি চার ও ১টি ছক্কায় আফজাল ৩৬ বলে ৪২ রান করে  আউট হন। ২৮ বলে ২৪ রান নিয়ে অপরাজিত থাকেন বাসিল। নিউজিল্যান্ডের বেন লিষ্টার ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন ইয়ং। সিরিজ সেরা হন চাপম্যান।

 

একুশে সংবাদ/স ক 

Link copied!