আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজ চলাকালে চোটে পড়েছিলেন এবাদত হোসেন। সেই চোট কাটিয়ে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি এই পেসার। তাই আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তবে তার আগ মুহূর্তে বড় দুঃসংবাদ পেলো বাংলাদেশ ক্রিকেট দল।
হাঁটুর ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন এবাদত হোসেন। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
বিসিবি জানিয়েছে, হাঁটুর ‘এসিআই গ্রেড ওয়ান’ ইনজুরিতে পড়েছেন এবাদত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও অনিশ্চিত এই পেসার।
ঘরের মাঠে অনুষ্ঠিত আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালে চোটে পড়েছিলেন এবাদত হোসেন। সেই চোট কাটিয়ে এখনও পুরোপুরি সেরে ওঠতে পারেননি তিনি। ফলে এবাদতকে ছাড়াই এশিয়া কাপের মিশনে মাঠে নামতে হবে টাইগারদের।
এশিয়া কাপ শেষে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সিরিজেও দেখা যাবে না এবাদত হোসেনকে।
এর আগে গত ১২ আগস্ট এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের ঘোষণা করে বিসিবি। যেখানে এবাদতসহ পেসার হিসেবে সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :