মহিলা ফুটবল বিশ্বকাপ খুব টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হয়েছে। শেষ ম্যাচে স্পেন ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে হারায়। এই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর আরও এক কীর্তি করে বসেন স্প্যানিশ ফুটবল সংস্থার প্রধান লুইস রুবিয়ালেস। বিশ্বজয়ী হওয়ার উন্মাদনায় নিজেকে ধরে না রাখতে পেরে দলের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার জেনি হারমোসোকে ঠোঁটে চুম্বন করে বসেন। আর এই ঘটনা আন্তর্জাতিক ফুটবলের প্রায় প্রত্যেকেরই চোখে পড়ে তা নিয়ে স্পেনের রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে চরম কটাক্ষের শিকার হতে হয় তাকে।
স্পেন ম্যাচ জিতেছে। ম্যাচ পরবর্তী অনুষ্ঠান চলছে। স্পেনের ফুটবলাররা একে একে নিজেদের পদক গ্রহণ করছেন। নিজের পদক নিয়ে ড্রেসিংরুমের দিকে এগিয়ে যাচ্ছিলেন স্প্যানের মিডফিল্ডার জেনি হারমোসো। সেই সময় নিজের উত্তেজনা ধরে রাখতে না পেরে তার ঠোঁটে চুম্বন করে বসেন প্রধান কোচ। এই ঘটনা চারিদিকে তুমুল হইচই পড়তেই সোমবার বিকেলে ক্ষমা চান তিনি।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রুবিয়ালেস বলেন, `আমার কাছে ক্ষমা চাওয়া এবং এ থেকে শিক্ষা নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। এরপর থেকে ফেডারেশনের প্রতিনিধিত্ব করার সময় আরও সতর্ক থাকতে হবে। অবশ্যই আমি ভুল করেছি। আমাকে তা স্বীকার করতেই হবে। জয় উপভোগ করার চরম মুহূর্তে কোনও অসৎ উদ্দেশ্য ছাড়াই এইরকম পরিস্থিতির হয়েছে। এখানে আমরা এটিকে স্বাভাবিকভাবেই দেখছি। তবে বাইরে এই ঘটনাটা কে নিয়ে একটা গোলযোগের সৃষ্টি করা হচ্ছে।`
এই ঘটনার পর রুবিয়ালেস স্পেনের রাজনীতিবিদদের দ্বারা ব্যাপকভাবে সমালোচিত হন। মন্ত্রী আইরিন মন্টেরো বলেছিলেন যে, `এটি যৌন সহিংসতার` প্রদর্শন। স্পেনের সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রী মিকেল আইসেটা বলেন, `সোমবার স্প্যানিশ টেলিভিশনে যে ঘটনাটি ঘটেছে তা অগ্রহণযোগ্য।
রুবিয়ালস ম্যাচ পরবর্তী পদক বিতরণী অনুষ্ঠানের সময় একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে চুম্বন করেছিলেন তাদের সঙ্গে আলিঙ্গনও করেন। ম্যাচ-পরবর্তী উদযাপনের সময় রুবিয়ালেস চ্যাম্পিয়ন দলকে ইবিজাতে ছুটিতে পাঠানোর কথা ঘোষণা করেছেন। এর সঙ্গে সঙ্গেই বলেছিলেন যে তিনি সেখানে হারমোসোকে বিয়ে করবেন।
এই বছরের মহিলা বিশ্বকাপ বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা হয়েছে। এই বিশ্বকাপের ফাইনালে স্পেনের হয়ে গোল করেন রিয়াল মাদ্রিদের ওলগা কারমোনা। তবে বিশ্বকাপ জেতার আনন্দ তার বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি। কারণ এই ম্যাচের পরেই তিনি জানতে পারেন ম্যাচ শুরু হওয়ার আগে তার বাবা মারা গেছেন।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :