প্রায় ৩৫ দিন আগে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে যান সাকিব আল হাসান। এরপর রীতিমতো গ্লোবালই হয়ে পড়েছেন তিনি। কানাডা থেকে শ্রীলঙ্কায় (লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে)। শ্রীলঙ্কা থেকে দুবাইয়ে (স্বর্ণের দোকান উদ্বোধন করতে)। দুবাই থেকে প্রায় এক মাসেরও বেশি সময় পর দেশে ফিরেন তিনি।
আর কিছু দিন পর শুরু হবে এশিয়া কাপ। এর পরেই শুরু হবে বিশ্বকাপ। তার বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন জাতীয় দলের খেলোয়াড়রা। পিছিয়ে নেই বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এর কানাডা ও লংকা প্রিমিয়ার লিগ খেলে মঙ্গলবার দেশে ফিরে ছুটে গেছেন বরিশালে। সেখানে আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালের আয়োজনে বিনামূল্যে ঔষধ বিতরণ এবং রক্তদান কর্মসূচীতে অংশ নিয়েছেন তিনি।
সকাল ১০টার দিকে গৌরনদী পাইলট হাই স্কুলে পা রাখার পর সাকিব জানিয়েছেন নিজের অনুভূতির কথা। তিনি বলেন, ‘এসে খুবই ভালো লাগছে। মানুষের সঙ্গে এতো কাছাকছি যাওয়ার সুযোগ খুব একটা হয় না। এখানে এসে একটি মহৎ উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমার ভালো লাগছে। বরিশালে খুব একটা আসা হয় না। যেহেতু আন্তর্জাতিক কোনো ম্যাচ হয় না এখানে, ঘরোয়া ম্যাচও খেলা হয় না স্বাভাবিকভাবেই আসাটা খুব কম থাকে। আসতে পেরে খুবই ভালো লেগেছে।’
সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপ রয়েছে সাকিব জানিয়েছেন এই দুই টুর্নামেন্টকে ঘিরেই তিনি স্বপ্ন বুনছেন। তার ভাষ্য, ‘শুধু বরিশালবাসী না পুরো বাংলাদেশের সবাই আমাদের অনেক সাপোর্ট করে। আশা করি বরিশালবাসীও সাপোর্ট করবে। সামনে যে বিশ্বকাপ আছে, এশিয়া কাপ আছে ওইখানেও তারা সাপোর্ট করবে আশা করি। আপাতত স্বপ্ন বিশ্বকাপ ও এশিয়া কাপ বাকিটা পরে দেখা যাবে।’
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :