AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেভিয়া ডিফেন্ডার মন্টিয়েলকে দলে নিল নটিংহ্যাম ফরেস্ট


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:১৮ পিএম, ২৪ আগস্ট, ২০২৩
সেভিয়া ডিফেন্ডার মন্টিয়েলকে দলে নিল নটিংহ্যাম ফরেস্ট

বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার সেভিয়ার গঞ্জালো মন্টিয়েলকে দলে নিয়েছে নটিংহ্যাম ফরেস্ট।বিভিন্ন গণমাধ্যমের দাবী ১০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে দলে ভিড়িয়েছে ফরেস্ট।এদিকে ফরেস্টের আনুষ্ঠানিক বিবৃবিতে নিশ্চিত করা হয়েছে মন্টিয়েল প্রাথমিক ভাবে ধারে খেলতে আসলেও ভবিষ্যতে তার সাথে স্থায়ী চুক্তি করতে প্রিমিয়ার লিগের ক্লাবটি আশাবাদী।  

 

প্রিমিয়ার লিগের এবারের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে এন্থনি এলানগা, ওলা আইনা, ম্যাট টার্নার ও ক্রিস উডের পর পঞ্চম খেলোয়াড় হিসেবে ফরেস্টে যোগ দিলেন মন্টিয়েল। ২৬ বছর বয়সী এই ডিফেন্ডারকে পেয়ে ফরেস্টের রাইট-ব্যাক পজিশন শক্তিশালী হবে। মূল দলে এখন সার্জি অরিয়ারের সাথে চ্যালেঞ্জ করে অন্তর্ভূক্ত হতে হবে মন্টিয়েলকে।

 

নতুন চুক্তি প্রসঙ্গে মন্টিয়েল বলেছেন, ‘এই ক্লাবে যোগ দিতে পেরে আমি সত্যিই দারুন খুশী। এখানে আমি পরিপূর্ণ প্রত্যাশা নিয়ে খেলতে এসেছি। আমি যা পারি তা প্রমান করতে এসেছি। একইসাথে শিরোপা ও ম্যাচ জয়ের জন্য আমি ক্ষুধার্ত। এখন মাঠে তা প্রমানের অপেক্ষায় মুখিয়ে আছি। ছোটবেলা থেকেই আমি প্রিমিয়ার লিগে খেলা বেশ উপভোগ করি। প্রতিটি ম্যাচই আমি দেখি। একজন খেলোয়াড় হিসেবে আমি বিশ্বের সেরা লিগে খেলতে চাই, প্রিমিয়ার লিগ তেমনই একটি লিগ।’

 

মাত্র ছয় মাসের মধ্যে বিশ্বকাপ ও ইউরোপা লিগের শিরোপা জেতার সুখস্মৃতি নিয়ে মন্টিয়েল সিটি গ্রাউন্ডে খেলতে এসেছেন। রিভার প্লেটের সাবেক এই ডিফেন্ডারের উইনিং শটে পেনাল্টিতে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে পরাজিত করে আর্জেন্টিনা শিরোপা জয় করেছিল। এরপর রোমাকে হারিয়ে ইউরোপা লিগেও তিনি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান। ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে উয়েফা সুপার কাপেও পেনাল্টিতে তিনি গোল পেয়েছিলেন। কিন্তু ট্রেবল জয়ী সিটির কাছে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয় সেভিয়া।

 

আর্সেনালে বিরুদ্ধে ২-১ গোলের পরাজয় দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করা ফরেস্ট গত সপ্তাহে নতুন উন্নীত শেফিল্ড ইউনাইটেডকে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে। মন্টিয়েলের অভিজ্ঞতা ক্লাবকে আরো সমৃদ্ধ করবে বলেই ফরেস্টের আশা। গত মৌসুমে ১৬তম স্থানে থেকে প্রিমিয়ার লিগ মৌসুম শেষ করেছিল ফরেস্ট।

 

একুশে সংবাদ/স ক  

Link copied!