প্রথমবারের মতো নারী বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নেয় স্পেন। এমন ঐতিহাসিক অর্জনের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন ফুটবলাররা। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেসও নিজের আবেগ ধরে রাখতে পারেননি। তবে তিনি একটু বেশিই করে ফেলেছেন।
শিরোপা নিশ্চিতের পর স্টেডিয়াম অস্ট্রেলিয়ার উৎসবের মঞ্চে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে স্পেন ফরোয়ার্ড জেনিফার হারমোসোর ঠোঁটে চুমু দিয়ে বসেন রুবিয়ালেস। সামাজিক মাধ্যমে বিষয়টি ভাইরাল হলে তোপের মুখে পড়েন তিনি।
বৃহস্পতিবার খবর আসে, এই ঘটনায় আজ পদত্যাগের ঘোষণা দিতে পারেন রুবিয়ালেস। কিন্তু হয়েছে তার উল্টো। পদত্যাগ না করে লড়াই চালিয়ে যাবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
শুক্রবার আরএফইএফ এক জরুরি সভা ডাকে। সেখানে রুবিয়ালেস দায়িত্ব না ছাড়ার পাশাপাশি দাবি করেন, ‘সামাজিক হন’ এর শিকার হয়েছেন তিনি।
রুবিয়ালেসের দাবি, ‘ভুয়া নারীবাদীরা হত্যা করার চেষ্টা করছে। ’ চুমুর ঘটনাটিকে তিনি ‘মুক্ত, পারস্পরিক সম্মতি’ হিসেবে ব্যাখা করেন। একই সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
স্প্যানিশ ফুটবল প্রধান বলেন, ‘দুজনের সম্মতিতে ঘটা একটি ঘটনা কি আমাকে এখান থেকে সরিয়ে দেবে? আমি পদত্যাগ করব না। আমি শেষ পর্যন্ত লড়ব।’
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :