জুয়া কেলেঙ্কারিতে বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড ঘোষণার আগেই ছিটকে গেছেন লুকাস পাকেতা। অবশ্য দীর্ঘ ৮ মাস পর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নেইমার জুনিয়র। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হলো না সেলেসাওদের।
ব্রাজিলের ২৩ সদস্যের ঘোষিত স্কোয়াড থেকে ছিটকে গেছেন দলটির তরুণ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। ক্যারিয়ারে প্রথমবার পেশির চোটে বিশ্বকাপ বাছাইয়ে অনিশ্চিত হয়ে পড়েছেন তিনি।
শুক্রবার লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে একমাত্র গোলে দল জয় এনে দেয় ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। তবে ম্যাচের ১৮তম মিনিটেই কপালে চিন্তার ভাজ পড়ে কার্লো আনচেলত্তির। ওই সময় পায়ের পেশির চোটে মাঠ ছাড়েন ভিনিসিয়ুস। ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি এই ধরনের ইনজুরিতে পড়েছেন।
তার চোট নিয়ে আনচেলত্তি বলেন, ‘ভিনিসিয়ুসের পায়ের পেশিতে একটু অস্বস্তি আছে। আমার মনে হয় না তা গুরুতর কিছু। বাজে কিছু নয় বলেই সে খেলা চালিয়ে যেতে চেয়েছিল। তবে এটা তাকে কিছুটা ভোগাচ্ছিল এবং এজন্যই তাকে তুলে নেই আমরা। গেটাফের বিপক্ষে সে খেলতে পারবে না, তবে আন্তর্জাতিক বিরতির সময়টায় সে সেরে উঠবে।’
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :