AB Bank
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘লাল কার্ড’ দেখে ইতিহাস গড়লেন নারিন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:২৮ পিএম, ২৮ আগস্ট, ২০২৩
‘লাল কার্ড’ দেখে ইতিহাস গড়লেন নারিন

ক্যারিবীয় তারকা ক্রিকেটার সুনীল নারাইন কি নিজেকে দুর্ভাগা ভাবছেন? চাইলে ভাবতেই পারেন। যে ইতিহাসের অংশ হয়েছেন, তা হতে চাইবেন না কেউই। প্রথম ক্রিকেটার হিসেবে লাল কার্ড দেখলেন তিনি।রোববার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিপিএলে মুখোমুখি হয়েছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস-ত্রিনবাগো নাইট রাইডার্স। মূলত সেন্ট কিটসের ইনিংসের সময় ঘটে এমন ঘটনা।


ম্যাচের ১৮তম ওভার বোলিং করতে দেরি করে ত্রিনবাগো নাইট রাইডার্স। সিপিএলের নতুন আইন অনুযায়ী, ৩০ গজ বৃত্তের মধ্যে চার ফিল্ডারের পরিবর্তে পাঁচ ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয় নাইট রাইডার্সকে। পরের ওভারে একই ভুল আরও এক ফিল্ডার কমে আসে তাদের। আর শেষ ওভারে একজন ফিল্ডারকেই মাঠ ছাড়া হতে হয়।


অন ফিল্ড আম্পায়ার জাহিদ বাসারাথ টানা তিন ওভার মন্থর বোলিংয়ের কারণে লাল কার্ড দেখান নাইট রাইডার্সকে। অধিনায়ক কাইরন পোলার্ড বেছে নেন সুনীল নারিনকে। ক্রিকেটের ইতিহাসে লাল কার্ড দেখা প্রথম খেলোয়াড় সুনীল নারিনই। এরপর অবশ্য মাঠ ছাড়েন তিনি।


ম্যাচ চলাকালীন সময়ে ধারাভাষ্যকক্ষে ইয়ান বিশপ বলেন, ‘এটা একটা ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে, ওহ লাল কার্ড। এ ধরনের কার্ড দেখতে আপনি চাইবেন না। তাদের এখন ১০ জন নিয়ে ফিল্ডিং করতে হবে। যার মধ্যে দুজন থাকবে ৩০ গজ বৃত্তের বাইরে। তাই কাউকে মাঠ ছাড়তে হবে। এখন দেখি পোলার্ড কাকে বের করতে চায়।’


প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান করে প্যাট্রিয়টস। রান তাড়া করতে নেমে ১৭ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় নাইট রাইডার্স। হেসেখেলে জিতলেও হতাশা প্রকাশ করেন পোলার্ড।


ম্যাচ শেষে পোলার্ড বলেন, ‘এমন টুর্নামেন্টে যদি ৩০-৪৫ সেকেন্ডের জন্য শাস্তি পেতে হয়, তাহলে এটা খুবই হাস্যকর।’


একুশে সংবাদ/স ক 

Link copied!