AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বার্সেলোনা থেকে ফাতিকে ধারে দলে নিয়ে ব্রাইটনের চমক


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:১০ পিএম, ২ সেপ্টেম্বর, ২০২৩
বার্সেলোনা থেকে ফাতিকে ধারে দলে নিয়ে ব্রাইটনের চমক

বার্সেলোনার তরুণ তুর্কি আনসু ফাতিকে শেষ মুহূর্তে এক বছরের ধারে দলে ভিড়িয়ে ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে চমক দেখিয়েছে ব্রাইটন।

 

চার বছর আগে বার্সেলোনার জার্সি গায়ে হৈচৈ ফেলে দেয়া ফাতিকে ইউরোপে অন্যতম প্রতিভাবান একজন তরুণ হিসেবে বিবেচনা করা হয়েছিল। কিন্তু স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে সম্প্রতি নিজেকে খুব একটা প্রমান করতে পারছেন না ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড। নিজের ক্যারিয়ার আবারো সঠিক পথে ফিরিয়ে আনার লক্ষ্যেই তিনি এ্যামেক্স স্টেডিয়ামে পাড়ি জমিয়েছেন বলে জানা গেছে।

 

ব্রাইটন বস রবার্তো ডি জারবি বলেছেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় একটি চুক্তি। আমি নিশ্চিত আনসু আমাদের নতুন লক্ষ্য পূরনে সহযোগিতা করবে। সে যে মানের খেলোয়াড় তাকে সেই পর্যায়ে পুনরায় পৌঁছে দিতে আমরাও সহযোগিতা করবো।’

 

এবারের মৌসুমে প্রথমবারের মত ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জনের মাধ্যমে ইউরোপীয়ান ফুটবলে খেলবে ব্রাইটন। ফাতির চুক্তি নি:সন্দেহে প্রিমিয়ার লিগের ক্লাবটিকে বাড়তি অনুপ্রেরণা যোগাবে।

 

২০১২ সালে সেভিয়া থেকে মাত্র ১০ বছর বয়সে বার্সেলোনায় এসেছিলেন ফাতি। ২০১৯ সালে রিয়াল বেটিসের বিপক্ষে বদলী হিসেবে খেলতে নেমে বার্সেলোনার দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন। এর ছয়দিন পর ওসাসুনার বিরুদ্ধে গোল করে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে কাতালান জায়ান্টদের হয়ে গোল করার কৃতিত্ব অর্জন করেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে  চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা দলে খেলার সুযোগ পেয়ে আবারো সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়েন। একই  বছর ইন্টার মিলানের বিরুদ্ধে গোল করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বকনিষ্ট গোলদাতা হিসেবে নাম লেখান।

 

গত বছর বার্সেলোনার হয়ে লা লিগয় ৩৬টি ম্যাচ খেলেছেন। চার বছরের মধ্যে প্রথম লিগ শিরোপা জয় করে কাতালান জায়ান্টরা। গিনি-বিসাউতে জন্ম নেয়া ফাতি এ বছর স্পেনকে উয়েফা নেশন্স লিগের শিরোপা জয়ে সহযোগিতা করেছেন। কাতার বিশ^কাপেও তিনি স্প্যানিশ দলে ছিলেন।

 

২০২৭ সাল পর্যন্ত বার্সেলোনার সাথে ফাতির চুক্তির মেয়াদ রয়েছে। সেই চুক্তিতে তার রিলিজ ক্লজ ধরা হয়েছে এক বিলিয়ন ইউরো।বার্সা জানিয়েছে ব্রাইটনে স্থায়ীভাবে ফাতির চুক্তির কোন শর্ত রাখা হয়নি।

 

একুশে সংবাদ/স ক 

Link copied!