আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে লম্বা সময় ক্যারিয়ার ধরে রেখে এক অনন্য রেকর্ড গড়া আন্ডোরার অধিনায়ক ইলডেফন্স লিমা অবশেষে অবসরের ঘোষনা দিয়েছেন।৪৩ বছর বয়সী এই ডিফেন্ডার ইউরো বাছাইপর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার ৩-০ গোলের পরাজয়ের ম্যাচটিতে অধিনায়ক হিসেবে খেলতে নেমেছিলেন। ২৩ মিনিট পর্যন্ত তিনি মাঠে ছিলেন। ঐ সময় পর্যন্ত ম্যাচটি গোলশুন্য ড্র ছিল।
টুইটারে অবসরের বিষয়টি নিশ্চিত করে লিমা লিখেছেন, ‘শেষ দিন চলে এসেছে। প্রথম দিন থেকে ২৬ বছর চলে গেছে। চারটি ভিন্ন দশক, আজ ছিল যার শেষ দিন।’
মাত্র ১৭ বছর বয়সে লিমার আন্তর্জাতিক অভিষেক হয়। ২০২২ সালে তিনি সবচেয়ে বেশী সময় যাবত আন্তর্জাতিক ক্যারিয়ার চালিয়ে যাবার রেকর্ড গড়েন। এই রেকর্ডে তিনি ওয়েলস তারকা বিলি মেরেডিথকে পিছনে ফেলেছেন। মেরেডিথ যেদিন অবসর নিয়েছিলেন সেদিন তার আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়স ২৫ বছর থেকে এক দিন কম ছিল।
নারী খেলোয়াড় হিসেবে ১৯৯৫-২০২১ সাল পর্যন্ত লম্বা সময় খেলার আন্তর্জাতিক রেকর্ড ধরে রেখেছেন ব্রাজিলের সাবেক তারকা ফোরমিগা।
উয়েফা টুইটারে লিখেছে, ‘আন্ডোরার লিমাকে দুর্দান্ত এই যাত্রার জন্য অভিনন্দন। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার সবার ভাগ্যে হয়না।’
১১ গোল করে আন্ডোরার সর্বোচ্চ গোলদাতা হিসেবেও নাম লিখিয়েছেন লিমা।ক্যারিয়ারে ১৩৭ ম্যাচে ১০০টিরও বেশী পরাজয় ও ছয়টিতে জয় রয়েছে।
১৯৯৬ সালের নভেম্বরে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামে আন্ডোরা। পরের বছর জুনে লিমার আন্তর্জাতিক অভিষেক হয়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ২০২০ সালে বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে লিমা বলেছিলেন, ‘এটা সত্যিই দারুন এক অনুভূতি। কারন আমাদের জাতীয় দলের সব ইতিহাসের সাথেই আমি জড়িত।’
ক্লাব পর্যায়ে লিমা এফসি আন্ডোরার হয়ে ক্যারিয়ার শুরু করেন। মাঝে স্পেন, ইতালি ও গ্রীসের লোয়ার ডিভিশনে খেলে আবারো শৈশবের ক্লাবে যোগ দিয়েছেন। মেক্সিকো ও সুইজারল্যান্ডের শীর্ষ লিগেও তিনি খেলেছেন।
ফিফার তথ্যমতে লিমার কাছে প্রতিপক্ষের প্রায় ৯০০ জার্সি সংরক্ষিত আছে। এ সম্পর্কে লিমা বিবিসিকে বলেছিলেন, ‘২৪ বছর আগে থেকে কেউ যদি জার্সি সংরক্ষণ শুরু করে তবে তার কাছ থেকে এ পর্যন্ত দীর্ঘ সময়ে ফুটবলের পার্থক্যটা বোঝা যাবে। ফুটবল এখন অনেক এগিয়ে গেছে। আমি জার্সি সংরক্ষণ করতে ভালবাসি। কারন এর মাধ্যমে ফুটবলের ইতিহাসের মধ্যে অনেক কিছুই জানা যায়।’
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :