আটলান্টার বিপক্ষে মেসিকে মাঠে নামায়নি ইন্টার মিয়ামির কোচ। তাকে না মাঠে না নামানোয় বড় ব্যবধানে হারল দলটি। শনিবার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ৫-২ গোলে মেসি ছাড়া ইন্টার মায়ামিকে উড়িয়ে দিয়েছে আটলান্টা ইউনাইটেড।
খেলার ২৫ মিনিটে ম্যাচের প্রথম গোলের দেখা মিলে। কাম্পানা একক প্রচেষ্টায় বল জড়ান আটলান্টার জালে। তাতে পিছিয়ে যায় ওয়েইন রুনির শিষ্যরা।
কিন্তু ১১ মিনিট পরই দলকে সমতায় ফেরান ক্রিস্তিয়ান মুজাম্বা। ৫ মিনিট পর এগিয়ে যায় আটলান্টা। এবার অবশ্য নিজেদের জোরে নয়, কামাল মিলারের আত্মঘাতী গোলে লিড পায়। তিন মিনিট পর ব্রুকস লেননের গোলে ব্যবধান বাড়ায় আটলান্টা।
৩-২ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মিয়ামি। বিরতির পরই ব্যবধান কমানোর সুযোগ আসে। পেনাল্টি পায় মিয়ামি। কাম্পানা সেটা থেকে গোল করলে ব্যবধান কমে।
তবে ৭৬ মিনিটে ৪-২ গোলের ব্যবধানে এগিয়ে যায় আটলান্টা। জর্জাস গিয়াকওমেকিসের গোল আসে। খেলার৮৯ মিনিটে ৫ম গোল করেন টেইলর উলভ। তাতেই ৫-২ গোলের জয় নিশ্চিত করে আটলান্টা ইউনাইটেড। ১১ ম্যাচ পর হারের স্বাদ পেলো মিয়ামি।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :