AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রাইটনের কাছে ইউনাইটেডের লজ্জার হার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:২৮ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
ব্রাইটনের কাছে ইউনাইটেডের লজ্জার হার

চলতি মৌসুমটা একেবারেই ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রিমিয়ার লিগে একের পর এক ম্যাচে তাদের হারের সম্মুখীন হতে হয়েছে। শনিবারও ব্রাইটন অ্যান্ড‌ অ্যালবিয়ন হোভের কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হতে হল‌ তাদের।

 

চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের এটা তৃতীয় হার। দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের ১২’তে আছে তারা।

 

এদিন শুরুটা দারুণ করে এরিক টেন হাগের প্রশিক্ষণাধীন ইউনাইটেড। শুরু থেকেই তারা চাপ বাড়ায় ব্রাইটনের রক্ষণের উপরে। তবে খেলার গতির বিপরীতে প্রথম গোলটা পেয়ে যায় ব্রাইটন। ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যায় তারা। গোল করেন প্রাক্তন ইউনাইটেড তথা ইংলিশ ফুটবলার ড্যানি ওয়েলবেক। প্রিমিয়র লিগে এটি ইউনাইটেডের বিপক্ষে ওয়েলবেকের চতুর্থ গোল। ম্যাচের ৪০ মিনিটে রাশফোর্ডের সহায়তায় গোল পেয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড দল। গোল করেছিলেন রাসমুস হালুন্দ। তবে ভিএআরে বাতিল হয় গোলটি। বল টাচলাইনের বাইরে আগেই বেরিয়ে গিয়েছিল। ফলে ভিএআরে গোল বাতিল হয়। ১-০ ব্যবধানে এগিয়েই বিরতিতে যায় ব্রাইটন।

 

বিরতির পর দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে রক্ষণের ভুলে ফের গোল হজম করে ইউনাইটেড। ব্রাইটনের হয়ে গোল করেন প্যাসকাল গ্রোস। ২-০ গোলে এগিয়ে দেন দলকে। ৭১ মিনিটে আরও একটি গোল হজম করে রেড ডেভিলসরা। ব্রাইটনের হয়ে গোল করেন ব্রাজিলের জোয়াও পেদ্রো। ফলে ৩-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচ জয় নিশ্চিত করে বলেন লে ব্রাইটন। ইউনাইটেড ম্যাচে একটি গোল করতে সমর্থ হয়। যা ছিল সান্ত্বনা গোল। তৃতীয় গোল খাওয়ার দুই মিনিট পর গোল করে ইউনাইটেড। গোলটি করেন তরুণ মিডফিল্ডার হ্যানিবাল মেজব্রির।

 

এই ম্যাচে হারের ফলে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ১২ নম্বরে থাকল ইউনাইটেড।

 

একুশে সংবাদ/স ক 

Link copied!