AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাক অভিনেত্রীর মামলার হুমকিতে বিপাকে বাবর আজম


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১২:৫৮ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
পাক অভিনেত্রীর মামলার হুমকিতে বিপাকে বাবর আজম

সময়টা মোটেই ভাল যাচ্ছে না পাকিস্তানি ক্রিকেটার বাবর আজ়মের। এশিয়া কাপে পাকিস্তানের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না সে দেশের ক্রীড়াপ্রেমীরা। অধিনায়ক হিসাবে বাবরের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। এশিয়া কাপে দলের ব্যর্থতার পর থেকেই ‘হতাশ’ পাক ক্রিকেট দলের অধিনায়ক। দলকে ফাইনাল ওঠাতে না পারায় সমালোচনার মুখে পড়েছেন তিনি।  বাইশ গজে দেশের ব্যর্থতায় হতাশ এক পাক অভিনেত্রীও। এবার এই কারণেই আরও বড় বিপাকে পড়তে পারেন পাক অধিনায়ক।

বিশেষত, ভারতের কাছে পাকিস্তানের হার কিছুতেই মানতে পারছেন অভিনেত্রী সেহার শিনওয়ারি। তার কথায়, ‘দেশের মানুষের আবেগকে নিয়ে খেলেছেন বাবরেরা।’ আর তাই বাবর এবং তার দলের বিরুদ্ধে এফআইআর দায়ের করবেন তিনি।

ওই পাকিস্তানি অভিনেত্রী সেহার শিনওয়ারির জন্ম হায়দরাবাদে। ২০১৪ সালে কমেডি ধারাবাহিক ‘সইর সওয়া সইর’-এ অভিনয়ের মাধ্যমে হাতেখড়ি হয় সেহারের। ২০১৫ সালে টেলিভিশনে মর্নিং শো করতেন সেহার। সেই শোটি বিপুল জনপ্রিয়তা পায়। ওই শোয়ের হাত ধরেই ঘরে ঘরে পরিচিতি পান তিনি।

এ বার পাক অধিনায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করার ‘হুমকি’ দিয়ে খবরের শিরোনামে এসেছেন সেহার। যা নিয়ে হইচই পড়ে গিয়েছে পাকিস্তানজুড়ে। এক্স হ্যান্ডেলে (টুইটার) সেহার লিখেছেন, ‘বাবর আজ়ম এবং তার দলের বিরুদ্ধে এফআইআর করব। কারণ, তারা ক্রিকেটের বদলে সব সময় আমাদের দেশের ভাবাবেগ নিয়ে খেলেন।’

photo of Sehar Shinwari

বাইশ গজে ভারত এবং পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী। এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল দুদেশ। সুপার ৪-এ রোহিত শর্মাদের কাছে হেরেছেন বাবরেরা। পরে শ্রীলঙ্কার কাছে হারের জেরে ফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। এই কারণেই বাবরদের উপর ফুঁসছেন সে দেশের ক্রীড়াপ্রেমীরা। এই নিয়ে সমালোচনা চলছেই। তবে বাবরদের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হবে, এমনটা বোধহয় কেউ ভাবেননি। এই ‘হুমকি’ দিয়েই শোরগোল ফেলে দিয়েছেন পাক অভিনেত্রী।

সেহারের ওই বার্তা প্রকাশ্যে আসতেই অনেকে যেমন সহমত পোষণ করেছেন, আবার অনেকেই আপত্তি জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, ‘এটা তো খেলা। বাবর ভাল ক্রিকেটার।’

শ্রীলঙ্কার কাছে পরাজয়ের পর বাবর যে ‘হতাশ’, সে কথা জানিয়েছেন তার বাবা সিদ্দিকি। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ম্যাচের পর বাবরের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। কিন্তু বাবর কথাই বলতে পারছিল না। আমি ওকে একটাই কথা বললাম, ‘সাহসীরা সব সময় বেঁচে থাকে এবং ভুল থেকে শেখার চেষ্টা করো। কখনও ভেঙে পড়ো না।’

 

একুশে সংবাদ/এসআর
 

Link copied!