আর মাত্র কদিন পরেই আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠবে।বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। এ তালিকায় দলে জায়গা হয়নি পেসার জোফরা আর্চারের। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেলেও ভারতে যাবেন আর্চার। আর সেখানেই তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে।
বিষয়টি নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, বিশ্বকাপে আর্চারকে নিয়েই ভারতে যাবেন ইংলিশরা।
অন্যদিকে, ইংল্যান্ড পুরুষ দলের নির্বাচক লুক রাইট বলেন, রিজার্ভ ক্রিকেটার হিসেবে আর্চারকে বিশ্বকাপে নেয়া হবে।
রাইটের মতে, ‘জোফরা আর্চার ভারতে দলের সঙ্গে যাবে। সে রিজার্ভ খেলোয়াড়দের একজন। কিন্তু আমাদের তার দিকে খেয়াল রাখতে হবে, পুনর্বাসনে নজর দিতে হবে।’
আর্চারকে বড় সম্পদ আখ্যা দিয়ে লুক রাইট বলেন, ‘সে দ্রুতই সেরে উঠবে না, বিশেষ করে বিশ্বকাপের প্রথম অংশে। তাকে নিয়ে আমাদের দায়িত্ব আছে। দীর্ঘ মেয়াদে যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, সেটি নিশ্চিত করতে হবে। কারণ, আমরা তাকে দীর্ঘ মেয়াদে বড় একটি সম্পদ বলে মনে করি।’
সবশেষ গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন আর্চার। এরপর আইপিএলে গেলে কনুইয়ের চোটে পড়েন তিনি। এরপর থেকেই মাঠের বাইরে আছেন বার্বাডোজের এ পেসার।
প্রসঙ্গত, ২০১৯ বিশ্বকাপে বল হাতে ইংল্যান্ডের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিয়েছিলেন আর্চার। যেখানে ১১ ম্যাচে ৪.৫৭ ইকোনমি রেটে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছিলেন।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :