আইসিসি ওয়ানডে বোলিং র্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করেছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। সদ্য শেষ হওয়া এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে ৬ উইকেট শিকারের স্বীকৃতি হিসেবে তালিংকার শীর্ষে ফিরেছেন সিরিজ। দ্বিতীয়বারের মত র্যাংকিংয়ে শীর্ষে ফিরেছেন তিনি।
অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউডকে সরিয়ে শীর্ষে উঠেন সিরাজ। চলতি বছরের জানুয়ারিতে বোলিং র্যাংকিংয়ে শীর্ষে উঠেছিলেন তিনি। মার্চে হ্যাজেলউডের কাছে শীর্ষস্থান হারান সিরাজ।
এশিয়া কাপের ফাইনালে ২১ রানে ৬ উইকেট নেন সিরাজ। যার মধ্যে ছিল এক ওভারে ৪ উইকেট। দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ফাইনালের সেরা খেলোয়াড়ও হন সিরাজ। পুরো টুর্নামেন্টে ১০ উইকেট নেন ভারতের শিরোপা জয়ে বড় অবদান রাখা সিরাজ। এর ফলে র্যাংকিংয়ে ৮ ধাপ এগিয়ে ৬৯৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেন। ৬৭৮ রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে নেমে যান হ্যাজেলউড। ৬৭৭ রেটিং নিয়ে তৃতীয়স্থানে আছেন নিউজিল্যান্ডের পেসার ট্র্ন্টে বোল্ট। হ্যাজেলউডের চেয়ে মাত্র ১ রেটিং পয়েন্টে পিছিয়ে বোল্ট।
এশিয়া কাপে ২টি করে উইকেট শিকার করে বোলিং তালিকায় উন্নতি হয়েছে আফগানিস্তানের দুই স্পিনার মুজিব উর রহমান ও রশিদ খানের। মুজিব চতুর্থ ও রশিদ পঞ্চমস্থানে উঠেছেন।
৯ উইকেট নিয়ে এশিয়া কাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ভারতের স্পিনার কুলদীপ যাদব। তারপরও র্যাংকিংয়ে অবনতি হয়েছে তার। তিন ধাপ পিছিয়ে নবম স্থানে নেমে গেছেন কুলদীপ।
বোলিং তালিকায় বাংলাদেশের পক্ষে সেরা অবস্থানে আছেন অধিনায়ক সাকিব আল হাসান। ৬১০ রেটিং নিয়ে ১৪তম স্থানে আছেন সাকিব।
ব্যটিং তালিকায় ২০ ধাপ এগিয়ে নবম স্থানে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার হেনরিচ ক্লাসেন। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে ৮৩ বলে ১৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ক্লাসেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে চার ম্যাচ ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ইংল্যান্ডের ডেভিড মালান। ২৭৭ রান করার সুবাদে ক্যারিয়ার সেরা ১৩তম স্থানে আছেন তিনি। ইংলিশদের পক্ষে এখন মালানই সেরা অবস্থানে।
ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১২৪ বলে ১৮২ রানের নান্দনিক ইনিংস খেলেন ওয়ানডেতে অবসর থেকে সরে আসা ইংল্যান্ডের বেন স্টোকস। র্যাংকিংয়ে ৩৬তম স্থানে আছেন স্টোকস।
এই তালিকায় শীর্ষ তিনটিস্থান দখলে রেখেছেন পাকিস্তানের বাবর আজম, ভারতের শুভমান গিল ও দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন। বাংলাদেশের পক্ষে সেরা ২০তম স্থানে আছেন মুশফিকুর রহিম।অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশের সাকিব।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :