মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টায় শুরু হবে। তবে প্রথম ম্যাচে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ম্যাচ পণ্ড হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
নিউজিল্যান্ড সিরিজে দলে জায়গা পেয়েছে অনেক সিনিয়র ক্রিকেটাররা যারা দীর্ঘদিন পর বাংলাদেশ দলের হয়ে মাঠে নামবেন।
তবে এদের মধ্যে বেশি আলোচনায় আছে মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে নিয়ে সকলেরই একটি আশা রয়েছে যে, কিউইদের বিপক্ষে সিরিজে ভালো পারফর্ম করে বিশ্বকাপ দলে জায়গা করে নিবেন তিনি।
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তামিম। ম্যাচে ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে দেখা যাবে লিটন দাসকে। তিন নম্বর পজিশনে এনামুল হক বিজয়কে দেখা যাবে। চারে খেলবেন তাওহীদ হৃদয়। পাঁচ ও ছয়ে দেখা যেতে পারে মাহমুদউল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকারকে। আর সাতে খেলতে পারেন শেখ মেহেদী হাসান।
আটে খেলবেন নাসুম আহমেদ, নয়ে রিশাদ হোসেন। দশ এবং এগারোতে দেখা যাবে দুই পেসার তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমানকে।
এদিকে নিউজিল্যান্ড সিরিজে মূল কোচ চন্ডিকা হাথুরুসিংহে না থাকায় এই ম্যাচে বাংলাদেশের কোচের ভূমিকায় দেখা যাবে সহকারী কোচ নিক পোথাসকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :