আর্সেনাল কিংবদন্তি থিয়েরি অঁরিকে স্পর্শ করেছেন মোহামেদ সালাহ।একই রাতে রেকর্ডবুকে নাম তুলেছেন লিভারপুল কোচ ইর্য়ুগেন ক্লপ।বৃহস্পতিবার ইউরোপা লিগে অস্ট্রিয়ার ক্লাব লাস্কের বিপক্ষে মাঠে নামে লিভারপুল। যেখানে প্রতিপক্ষকে ৩–১ গোলের ব্যবধানে হারিয়েছে অল রেডসরা। এমন জয়ের রাতে নতুন মাইলফলক ছুঁয়েছেন লিভারপুল কোচ ক্লপ।
এদিন লাস্কের বিপক্ষে অল রেডসদের ডাগআউটে দাঁড়িয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় ৫০তম ম্যাচ জয়ের সাক্ষী হয়েছেন ক্লপ। এতে করে তিনি পেছনে ফেলেছেন লিভারপুলের সাবেক কোচ রাফা বেনিতেজকে।
গতকালের আগে সমান ৪৯ ম্যাচে জয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন ক্লপ-বেনিতেজ। রেকর্ডটি গড়তে উয়েফার তিন স্তরের প্রতিযোগিতা মিলিয়ে ৮২ ম্যাচ লিভারপুলের ডাগআউটে ছিলেন ক্লপ। অন্যদিকে জয়ের তালিকায় দুইয়ে থাকা বেনিতেজের ম্যাচ সংখ্যা ৮৫।
মাইলফলক অর্জনের পর সমালোচনাকারীদের খোঁচাও দিয়েছেন ক্লপ। তিনি বলেন, ‘আমাকে এভাবে বলতে দিন। গ্রুপ পর্বের পরও যদি ৫০ জয়ে থাকি, এমনকি লিভারপুলের কোচ হিসেবে ইউরোপীয় প্রতিযোগিতায় সবচেয়ে বেশি জয়ের মালিকও থাকি তবু সবাই এটা ঘৃণা করবে।’
ক্লপের রেকর্ডের দিনে মোহামেদ সালাহও একটি মাইলফলক স্পর্শ করেছেন। গতকাল দলের জয়ের তৃতীয় গোল করে থিয়েরে অঁরির গোল স্পর্শ করেছেন তিনি।
এতদিন কোনো ইংলিশ ক্লাবের হয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় সর্বোচ্চ ৪২ গোল ছিল আর্সেনাল কিংবদন্তি অঁরির। গতকাল বদলি নেমে ৮৮ মিনিটে গোল করে সাবেক ফরাসি ফরোয়ার্ডের সমান হয়েছেন। তবে সব ক্লাব মিলিয়ে ধরলে ইউরোপীয় প্রতিযোগিতায় ৫০ গোলে অষ্টম স্থানে অঁরি এবং ৪৪ গোলে ১৪ তম সালাহ। আর ১৪০ গোলে সবার ওপরে পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :