সিরি-এ লিগে লিসকে হারিয়ে আবারো জয়ের ধারায় ফিরেছে জুভেন্টাস। গতকাল আরকাডিয়াস মিলিকের একমাত্র গোলে লিসকে পরাজিত করে তুরিনের জায়ান্টরা।
এর আগে শনিবার সাসুলোর কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হয়ে মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছিল জুভেন্টাস। ভুলে ভরা সেই ম্যাচটিতে স্টপেজ টাইমে ফেডেরিকো গাত্তির আত্মঘাতি গোলে জুভেন্টাস পরাজয়ের ব্যবধান বাড়িয়েছিল।
তবে কাল ঘরের মাঠ আঁলিয়াজ এরেনাতে ৫৭ মিনিটে মিলিকের গোলে মাসিমিলিয়ানো আলেগ্রির দল জয়ে ফিরেছে। এই জয়ে টেবিলের শীর্ষে থাকা ইন্টার মিলানের থেকে দুই পয়েন্ট পিছিয়ে জুভেন্টাস আবারো দ্বিতীয় স্থান পুররুদ্ধার করেছে।
ডুসান ভøহোভিচের জায়গায় মূল দলে খেলতে নামা মিলিক কোচের আস্থার প্রতিদান দিয়েছেন। আদ্রিয়ান রাবোয়িতের হেডে মিলিক গোলের সুযোগ কাজে লাগান। ছয় ম্যাচে জুভেন্টাসের এটি চতুর্থ জয়।
এসি মিলানে থেকে এক পয়েন্ট পিছিয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবেিলর চতুর্থ স্থানে রয়েছে লিস। ইনজুরি টাইমে বদলী খেলোয়াড় মোহাম্মদ কাবার লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয়েছিল লিস।
এই জয়ে জুভেন্টাস কিছুটা হলে সমর্থকদের আস্থা অর্জন করতে পেরেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জটিলতায় ইউরোপীয়ান শীর্ষ আসর থেকে ছিটকে পড়া জুভেন্টাসকে নিয়ে সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। তবে এবারের মৌসুমে শুরুটা ভাল হওয়ায় এখনো পর্যন্ত নিজেদের নামে প্রতি সুবিচার করে চলেছে আলেগ্রির শিষ্যরা।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :