AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অতীতের ঘটনা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চায় বাংলাদেশ: সুজন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:৫৬ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
অতীতের ঘটনা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চায় বাংলাদেশ: সুজন

গত দু’দিন দেশের ক্রিকেট পাড়ায় যা ঘটেছে সেগুলো ভুলে বিশ্বকাপ দলের উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দলের পরিচালক খালেদ মাহমুদ সুজন।

 

মূলত ইনজুরির কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়া তামিম ইকবালের ঘটনার বিষয়ের প্রতি  ইঙ্গিত দেন মাহমুদ। তার বাদ পড়া নিয়ে কিছু বিতর্কের জন্ম দিয়েছে।  তামিমের বাদ পড়া নিয়ে দেশের ক্রিকেট স্পস্টতই  দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। তামিম তার ইনজুরি না লুকিয়ে সততার প্রমান দেয়ায় এক গ্রুপ তার পক্ষে।   অন্য পক্ষটি  তামিমের সমালোচনা করে বলছে, দলের ভারসাম্য নষ্ট করেছে সে।

 

ভারতে মাটিতে আসন্ন ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে গুয়াহাটির উদ্দেশ্যে দেশ ছাড়ার প্রাক্কালে আজ বিকেলে  মাহমুদ বলেন, ‘আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি । সুতরাং  পিছনের ঘটনা ভুলে এখন সময় সামনে তাকানোর।’

 

তিনি আরও বলেন, ‘যা হওয়া হয়ে গেছে, এসব নিয়ে ভেবে লাভ নেই। অতীতের কথা না ভেবে আমাদের সামনের  দিকে মনোযোগ দিতে হবে।’

 

এমন ঘটনায় অধিনায়ক সাকিব আল হাসানকেও টেনে আনেন ভক্তরা। কারণ দীর্ঘদিন ধরেই সাকিব ও তামিমের মধ্যে সু-সম্পর্ক নেই।

 

মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল স্পষ্ট করে বলেছে, ইনজুরির কারনে দলে নেয়া হয়নি তামিমকে। পাঁচ বা ছয় ম্যাচ খেলবেন বা অন্য কিছু এমনটা কখনও কাউকে বলেননি তামিম। যেকোন সময় ইনজুরি মাথাচাড়া দিতে পারে- নির্বাচকদের  এমনটাই  জানিয়েছেন তামিম। এজন্যই তাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি নির্বাচকরা।

 

মাহমুদ আরও বলেন, নিজের ব্যথার কথা জানিয়ে আমাকে তামিম বলেছে যদি খেলেন তবে তা ম্যানেজ করেই খেলবেন তিনি।

 

মাহমুদ বলেন, ‘বিপিএল প্লেয়ার্স ড্রাফটের সময় তামিম আমাকে বলেছিলো, তার ব্যথা আছে এবং তিনি যদি খেলেন তাহলে সেটি নিয়েই খেলতে হবে তাকে। আরও বলেছিলেন, তার অবস্থা সম্পর্কে টিম ম্যানেজমেন্ট এবং বোর্ডকে জানাবেন তিনি।’

 

তামিম ইস্যু ভুলে দলের প্রতি আস্থা রাখতে সবাইকে অনুরোধ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাহমুদ।

 

তিনি বলেন, ‘অবশ্যই তামিম দেশ সেরা ক্রিকেটারদের একজন। সবাইকে অনুরোধ করছি এই দলের প্রতি আস্থা রাখতে। এটি আমাদের বিশ্বকাপ দল এবং তারুণ্য এবং অভিজ্ঞতা দিয়ে সাজানো হয়েছে।’

 

মাহমুদ আরও  বলেন, ‘আমাদের একটি স্বপ্ন আছে এবং আমাদের তা বাস্তবায়ন করতে হবে। আমি বিশ্বাস করি দেশের ভাবমূর্তির উন্নতির জন্য সবাই যথাসাধ্য চেষ্টা করবে।’

 

আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। তার আগে গুয়াহাটিতে ২৯ সেপ্টেম্বর শ্রীলংকা এবং ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে টাইগাররা।

 

মাহমুদের মতে, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ দলকে ঐক্যবদ্ধ  করতে সহায়ক হবে।

 

তিনি বলেন, ‘এই দু’টি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটি আমাদের আত্মবিশ্বাসী করতে সহায়তা করবে। আশা করি, বিশ্বকাপের প্রথম ম্যাচে আত্মবিশ্বাসী হতে এই দু’টি ম্যাচে আমরা ভালো খেলবো।’ 

 

একুশে সংবাদ/স ক 

Link copied!