AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তামিম ও বিভিন্ন ইস্যুতে ব্যাখ্যা দেবেন সাকিব


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৯:৩৮ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
তামিম ও বিভিন্ন ইস্যুতে ব্যাখ্যা দেবেন সাকিব

বিশ্বকাপ খেলতে আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) ভারতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। এরপরই বিশ্বকাপ দলে না থাকা ও এর সঙ্গে জড়িত বিষয়গুলো নিয়ে কথা বলেছেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তামিমের পর এবার আসছে সাকিব আল হাসানের ব্যাখ্যা। দেশের একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন সাকিব, যা বুধবার রাত ১১টায় প্রকাশিত হবে।

 

তামিমের বিশ্বকাপ স্কোয়াডে না থাকা, মিডল অর্ডারে ব্যাট করতে বলা, দৃশ্যের বাইরে থেকে রিয়াদের হঠাৎ মঞ্চে প্রবেশ, বাংলাদেশ দলে এমন কী চলছে বিশ্বকাপের আগে অধিনায়কত্বই ছাড়তে চেয়েছিলেন সাকিব, বোর্ড সভাপতির সকল বিষয়ে উপস্থিতি, হাথুরুর কড়া মাস্টারি, কেমন আছে টিম টাইগার্স, কেমন আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল- এসব বিষয়ে কথা বলবেন সাকিব।

 

এর আগে তামিম  আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ফিজিও’র রিপোর্টে বিশ্বকাপ খেলতে পারবেন না এমন কিছু নেই। তিনিও ভালো অবস্থানে ছিলেন। তবে বোর্ড থেকে তাকে বিশ্রাম দিয়ে দিয়ে খেলানোর কথা বলেছিল। এমনকি মিডল অর্ডারে নামানোর প্রস্তাব দিয়েছিল।

 

তামিমের দলে না থাকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ক্রিকেটভক্তদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই বলছে অভ্যন্তরীণ সমস্যায় ভুগছে বাংলাদেশ ক্রিকেট দল। তামিমের ভিডিও বার্তার পর নানা ইস্যু নিয়ে ব্যাখ্যা আসছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের।

 

তামিমের  বিশ্বকাপ দলে না থাকা, এশিয়া কাপে মাহমুদউল্লাহর বাইরে থাকা কথা বলবেন সাকিব। এছাড়া বিশ্বকাপের আগে সাকিবের অধিনায়কত্ব ছাড়া নিয়েও গুঞ্জন উঠেছিল। সেসব নিয়ে দেশের এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সাকিব এসব বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন।

 

চ্যানেলটির একটি প্রোমো ভিডিও প্রচার করেছে। ভিডির শুরুতেই শোনা যায় ১৭ তারিখে রিজাইন লেটার দিয়েছেন সাকিব। বিস্তারিত ভিডিওটি প্রচার হবে আজ রাত ১১টায়।

 

একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা

Link copied!