তামিম, সাকিবের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন মাশরাফির ছোট ভাই মোরসালিন। এবার সেই তালিকার সর্বশেষ সংযোজন নাফিস ইকবালের স্ট্যাটাস।
দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত সাক্ষাৎকারে সাকিব নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের আগে নাফিস ইকবালের দল ছেড়ে যাওয়ার সমালোচনা করেন। সাক্ষাৎকারটি প্রচারিত হওয়ার পর এক স্ট্যাটাসের মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তামিমের বড় ভাই নাফিস ইকবাল।
নাফিস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলাকালে জাতীয় দল ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত আমি আবেগের বশে নেইনি। ২৬ সেপ্টেম্বর তৃতীয় ওয়ানডের দিন সকালে আমি জানতে পারি, আমি বিশ্বকাপ দলের সঙ্গে যাচ্ছি না। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও একই ঘটনা ঘটেছিল। আমিও একজন মানুষ, অন্যদের মতো আমারও আবেগ আছে।’
‘আমি অবশ্যই বিসিবি থেকে পদত্যাগ করিনি এবং এই ঘটনার সঙ্গে আমার ছোট ভাই তামিমের এসব ঘটনার কোনো সম্পর্ক নেই। আমি মাঠ ছাড়ার ৬-৭ ঘণ্টার পর বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে’- যোগ করেন নাফিস।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :