AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চলওয়েলের ইনজুরি নিয়ে দু:সংবাদ দিলেন পোচেত্তিনো


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:১৯ পিএম, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
চলওয়েলের ইনজুরি নিয়ে দু:সংবাদ দিলেন পোচেত্তিনো

চেলসি ডিফেন্ডার বেন চিলওয়েলের সাম্প্রতিক ইনজুরি নিয়ে দু:সংবাদ পাবার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ মরিসিও পোচেত্তিনো।

 

সপ্তাহের মাঝামাঝিতে ব্রাইটনের বিরুদ্ধে লিগ কাপের জয়ের ম্যাচটির শেষভাগে হ্যামস্ট্রিং সমস্যা পড়েন চিলওয়েল। ইনজুরির মাত্রা কিছুটা গুরুতর বলেই স্ক্যান রিপোর্টে ধরা পড়েছে, নিশ্চিত করেছেন চেলসি বস। যদিও কতদিন পর্যন্ত চিলওয়েলকে বিশ্রামে থাকতে হবে এ ব্যপারে পোচেত্তিনো নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি।

 

গত মৌসুমে মাত্র ২৩টি লিগ ম্যাচ খেলার পর ইংলিশ লেফট-ব্যাকের জন্য এটি আরো একটি দু:সংবাদ। ইনজুরির কারনে ২০২২ কাতার বিশ^কাপেও তার খেলা হয়নি। পোচেত্তিনো বলেছেন, ‘চিকিৎসকরা আমাকে যা বলেছেন তাতে কোনভাবেই স্বস্তি পাচ্ছিনা। ইনজুরির মাত্রা গুরুতর। কিন্তু তারপরও আগামী কয়েকদিন আমরা তাকে পর্যবেক্ষন করবো। কতদিনের জন্য তাকে বিশ্রামে থাকতে হবে সেটা এরপরেই নিশ্চিত করা যাবে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সে ইনজুরিতে পড়ে যা খুবই দু:খজনক। আমরা সত্যিই হতাশ। এখন সবকিছুই তার জন্য কঠিন হয়ে গেল।’

 

ইংলিশ রাইট-ব্যাক রেসি জেমসও ইনজুরিতে পড়ে সাইডলাইনে আছেন। পোচেত্তিনো স্বীকার করেছেন এ ধরনের উচ্চ গুনসম্পন্ন খেলোয়াড়দের বদলী খুঁজে পাওয়া সত্যিই কঠিন, ‘প্রতি ক্লাবেই গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি পুরো দলের উপর প্রভাব ফেলে। আমরা অবশ্যই তাদেরকে মিস করবো। রেসি একজন শীর্ষ সারির খেলোয়াড়, চিলওয়েলও তাই। নিজেদের দিনে তারা বিশে^র সেরা ফুল-ব্যাক।’

 

ফুলহ্যামের বিরুদ্ধে সোমবার প্রিমিয়ার লিগে পশ্চিম লন্ডন ডার্বিতে পোচেত্তিনো ১১জন খেলোয়াড়কে দলে পাচ্ছেন না। ইনজুরির এই তালিকার সাথে নিষেধাজ্ঞায় থাকা মালো গুটসো ও স্ট্রাইকার নিকোলাস জ্যাকসনও রয়েছেন। পোচেত্তিনো বলেন, ‘এবারের মৌসুমে ৭০টি ম্যাচ খেলার মত খেলোয়াড়ের সংখ্যা হয়তো কম, কিন্তু কিছু কিছু খেলোয়াড়ের সেই যোগ্যতা আছে। ইনজুরির কারনে কিছু খেলোয়াড়ের ক্ষেত্রে সেই সংখ্যাটা কমে যায়। তারা নিজেরাও কোন ঝুঁকি নিতে চায়না। আসলে সার্বিকভাবে বিষয়টি এভাবে বলা যাবে না। আমরা খেলোয়াড়দের খেলার সংখ্যা কমাতে পারিনা। প্রত্যেকেই প্রতি ম্যাচে খেলতে চায়। যখন শীর্ষ কোন খেলোয়াড় খেলতে চাইবে তখন তাকে কিভাবে মানা করা যায়।’

 

একুশে সংবাদ/স ক 

 

Link copied!