এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে জিতল ভারত। নেপালকে ২৩ রানে হারাল ভারত।নেপালকে ২৩ রানে হারিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করল ভারত। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের দারুণ শুরু করল ভারত।
প্রথম কোয়ার্টার ফাইনালে নেপালের বিরুদ্ধে ২০ ওভারে ২০২/৪ রান তুলল। এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। যশস্বী ৪৯ বলে ১০০ রান করেন। রুতুরাজ ২৩ বলে করেন ২৫ রান। তিলক বর্মা ২ ও জিতেশ শর্মা ৫ করে ফিরে যান। এরপরে শিবম ২৫ ও রিঙ্কু ৩৭ রান করেন। ২০৩ রানের জবাবে নেপাল তুলল ১৭৯/৯ রান। ২৩ রানে জিতে যায় ভারত। রবি বিষ্ণোই তিনটি উইকেট, আবেশ খান তিনটি উইকেট ও আর্শদীপ সিং ২টি এবং সাই কিশোর একটি উইকেট নেন।
১৯তম ওভারে নবম উইকেট হারাল নেপাল। ১৭৩ রানে ৯ উইকেট হারাল নেপাল। ৬ বলে ৩০ রান দরকার।
১৫৬ রানেই ৮ নম্বর উইকেট হারাল নেপাল। তাদের জিততে হলে এখনও ১৬ বলে ৪৬ রান করতে হবে।
পাঁচ বলে সাত রন করে আউট হন সোমপাল। ১৬.৬ ওভারে ১৫৬ রানে ৭ উইকেট হারায় নেপাল। ১৭তম ওভারে বল করতে আসেন আবেশ খান। এই ওভারে ১৫০ টপকাল নেপাল। এই ওভারে ১৯ রান খরচ করলেন আর্শদীপ। তবে একটি উইকেটও তিি শিকার করলেন। নেপালকে জিততে হলে ২৪ বলে করতে হবে ৫৬ রান।
নেপালের ছয় নম্বর উইকেটের পতন। সন্দীপ জোরাকে আউট করলেন আর্শদীপ সিং। ১২ বলে ২৯ রান করে যশস্বীর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান তিনি।
নেপালকে ম্যাচ জিততে হলে ৩০ বলে ৭৫ রান করতে হবে। এমন অবস্থায় নিজের চার ওভারের স্পেল শেষ করলেন রবি বিষ্ণোই। চার ওভারে ২৪ রান দিয়ে তিন উইকেট নিলেন তিনি।
নেপালের পঞ্চম উইকেটের পতন। দীপেন্দ্র সিং ১৫ বলে ৩২ রান করে রবি বিষ্ণোইয়ের বলে সাই কিশোরের হাতে ধরা দেন। শিবম দুবের এই ওভারে ২১ রান নিল নেপাল। দীপেন্দ্র ১৩ বলে ৩০ রান করে খেলছেন, জোরা ৬ বলে ১২ রান করেছেন। শিবম দুবে ম্যাচের ১৪তম ওভারটি করতে আসেন। তাঁর পরপর তিন বলে তিনটে ছক্কা মারেন দীপেন্দ্র।
ম্য়াচ জিততে হলে নেপালকে এখনও ১০৪ রান করতে হবে। এখন দেখার নেপাল কীভাবে লক্ষ্যে পৌঁচায়।
রাহুল ত্রিপাঠী ও রিঙ্কু সিং-এর জুটিতে দারুণ একটা ক্যাচ দেখা গেল। রবি বিষ্ণোই এর ওভারে কুশল মাল্লাকে আউট করেন তারা। প্রায় ছক্কা হয়ে যাওয়া বল বাউন্ডারি লাইনে বাঁচিয়ে সেটি রিঙকুর হাতে ছুঁড়ে দেন রাহুল ত্রিপাঠী। বলটি ধরতে ভুল করেননি রিঙ্কু। দারুণ একটা উইকেট পায় ভার।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :