মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে চলতি মাসের শেষদিকে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। মর্যাদার এ লড়াইয়ে নামার আগে বড় দুঃসংবাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। অবশ্য রিয়ালের এই দুঃসংবাদ বার্সেলোনার জন্য সুখবর নিয়ে এসেছে।
আগামী ২৮ অক্টোবর বার্সেলোনার ঘরের মাঠ এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিস এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ শিবিরে বড় রকমের দুশ্চিন্তা ইনজুরি। ফলে রিয়ালকে বিধ্বস্ত করার সুযোগ তাদের সামনে।
এমনিতেই লস ব্লাঙ্কোসদের ডিফেন্সের অবস্থা যাচ্ছেতাই। মৌসুমের শুরুতেই ইনজুরির কারণে ছিটকে গেছেন দলের সেরা সেন্টারব্যাক ব্রাজিলিয়ান তারকা এডার মিলিটাও। চলতি মৌসুমে আর তাকে দেখা যাবে কিনা সেটা নিয়েই রয়েছে অনিশ্চয়তা।
মিলিটাওয়ের ছিটকে যাওয়ার পর ইনজুরির তালিকায় যুক্ত হয়েছেন আরেক ডিফেন্ডার আলাবা। দলের প্রধান দুই সেন্টারব্যাক হারানোর পর দায়িত্বটা এসে পড়েছিল নাচো এবং রুডিগারের ওপর। কিন্তু এই জুটি তাদের কারিশমা দেখানোর আগেই ভাঙতে বসেছে।
তবে কোনো ইনজুরির কারণে নয়। নাচো নিষিদ্ধ হয়েছেন তিন ম্যাচ। লা লিগার শেষ ম্যাচে জিরোনার বিপক্ষে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মারাত্মক ট্যাকেল করে লাল কার্ড দেখেছিলেন তিনি। যার কারণে তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
এমনিতেই মিলিটাও ও আলাবা নেই। সেই সঙ্গে এখন আবার নিষিদ্ধ হয়েছেন নাচো। সব মিলিয়ে এল ক্লাসিকোর আগে রিয়ালের অবস্থা যে লেজে গোবরে অবস্থা তা আর বলার অপেক্ষা রাখে না।
নাচো যে তিনটি ম্যাচ খেলতে পারবেন না সেগুলোর প্রতিপক্ষ হলো- ওসাসুনা, সেভিয়া ও বার্সেলোনা। মিলিটাও এবং নাচোকে পাচ্ছে না রিয়াল তা শতভাগ নিশ্চিত। আলাবা হয়তো ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন। তবে তিনি কতটা ফিট থাকবেন সেটাই হচ্ছে বড় প্রশ্ন।
লা লিগায় এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। এক পয়েন্ট কম নিয়ে রিয়ালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। ৮ ম্যাচ শেষে ৭ জয় ও ১ হারে রিয়ালের পয়েন্ট ২১, আর সমান ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে বার্সার পয়েন্ট ২০।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :